জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আন্দামানের কাছে ভারত মহাসাগরে এ কী এসে পড়ল? যুদ্ধের আবহে সবকিছু নিয়েই ভয় পাচ্ছে মানুষ। ঠিক কী ঘটল? যা জানা গেল, তাতে তো চক্ষু চড়কগাছ। সোভিয়েত আমলে ১৯৭২ সালে তৈরি হয়েছিল কসমস ৪৮২ (Cosmos 482) নামের এক মহাকাশযান (Soviet spacecraft)। যানটির ওজন ৫০০ কেজি। শুক্র গ্রহ অভিযানের জন্য তাকে প্রস্তুত করা হয়। এবং সমস্ত পরীক্ষানিরীক্ষার পর তাকে পাঠানোও হয় শুক্রের উদ্দেশে। মান্ধাতার আমলে তৈরি এক মহাকাশযান বই তো নয়! বয়স ৫৩। কিন্তু সহসাই সে খবরের শিরোনামে!
আরও পড়ুন: India Pakistan War: ভয়ংকর 'সুদর্শন চক্র' ভারত ছাড়া রয়েছে আর মাত্র দু'টি দেশের হাতে! S-400-র দাম জানেন? শুনলে আঁতকে উঠবেন...
আরও পড়ুন: Baba Vanga Predictions on India Pakistan War: যুদ্ধের অত্যাশ্চর্য ফল! বাবা ভাঙ্গার সঙ্গে মিলে গেল স্বামী যোগেশ্বরানন্দের ভবিষ্যদ্বাণীও! ৩০ মে'র পরেই...
অঙ্ক কষে মৃত্যু
কর্মক্ষমতা ফুরিয়েছে। আর সেটা বুঝেই মহাকাশযানটিকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছিল রাশিয়া। অঙ্ক কষে তার মৃত্যুর নিখুঁত সময়ও বের করা হয়েছিল। হিসেবটা যে হুবহু মিলেছে, তা নয়। তবে মোটামুটি কাছাকাছি একটা সময়েই সেটি আন্দামান দ্বীপের কাছে ভারত মহাসাগরে ভেঙে পড়ল। এবং এ খবর নিশ্চিত করেছে রুশ মহাকাশ সংস্থা রসকসমস। ধ্বংস হয়ে যাওয়ার মুখে তা কোনও ক্ষতি করেনি বলেই জানা গিয়েছে।
কসমস ৪৮২
সোভিয়েত আমলে তৈরি হয়েছিল এই কসমস ৪৮২ মহাকাশযানটি। প্রথমে শুক্র গ্রহে অভিযানের জন্য তাকে তৈরি করা হয়। সেই মতো তাকে ছাড়াও হয়। কিন্তু মাঝপথে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সময়ের আগেই তার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ফলে পৃথিবীর কক্ষপথেই আটকে পড়ে এটি। সেখানেই ছিল কসমস ৪৮২ স্পেসক্র্যাফট।
আন্দানাম-নিকোবর দ্বীপপুঞ্জের কাছে
তবে বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে জানিয়ে দিয়েছিলেন যে, আয়ু ফুরিয়েছে তার, ১০ মে অর্থাৎ শনিবার মস্কোর সময় সকাল সাড়ে ৯টা নাগাদ এটি ভেঙে পড়তে পারে। ধ্বংসস্থল হবে আন্দানাম-নিকোবর দ্বীপপুঞ্জের ৫৬০ কিলোমিটার পশ্চিমে ভারত মহাসাগরের কাছে। আশঙ্কা অবশ্য ছিল, মাটির উপর কসমস ৪৮২ ভেঙে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। যাইহোক, সেটা হয়নি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)