এই কাজটি না করলে WhatsApp-এর সব ছবি, ভিডিও ডিলিট হয়ে যাবে!

এ বার আরও একটি নতুন ফিচার নিয়ে সংযুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপ-এ আর যার জেরে বড়সড় পরিবর্তন আসতে চলেছে।

Updated By: Aug 22, 2018, 06:06 PM IST
এই কাজটি না করলে WhatsApp-এর সব ছবি, ভিডিও ডিলিট হয়ে যাবে!

নিজস্ব প্রতিবেদন: এই মুহূর্তে মেসেজিং অ্যাপের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে হোয়াটসঅ্যাপ। এই মেসেজিং অ্যাপকে আরও ইউজার ফ্রেন্ডলি বানাতে একের পর এক নতুন পদক্ষেপ নিচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এ বার আরও একটি নতুন ফিচার নিয়ে সংযুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপ-এ আর যার জেরে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, হোয়াটসঅ্যাপ-এর এই পরিবর্তনে সরাসরি প্রভাব পড়তে চলেছে ইউজারদের হোয়াটসঅ্যাপ ডেটায়।

আরও পড়ুন: আর বিরক্ত করবে না WhatsApp-এর নোটিফিকেশন!

জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ-এর নতুন এই আপডেটে চ্যাট ব্যাকআপ ব্যবস্থা পুরোপুরি বদলে যেতে চলেছে। সম্প্রতি ফেসবুক ও গুগল-এর মধ্যে একটি চুক্তি হয়েছে যার জেরে এ বার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা চ্যাট ব্যাকআপ পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ফ্রিতে করতে পারবেন। যার অর্থ হল, আগে যেখানে হোয়াটসঅ্যাপ-এর ব্যাকআপ নেওয়ার জন্য গুগল ড্রাইভের সাহায্য নিতে হত, এখন আর তার প্রয়োজন হবে না। এই চুক্তি অনুযায়ী, আগামী নভেম্বর থেকে চ্যাট ব্যাকআপ আর থাকবে না গুগল ক্লাউড স্টোরেজে। নভেম্বরের পর থেকে হোয়াটসঅ্যাপ-এর মিডিয়া, টেকস্ট-সহ সমস্ত ডেটার গুগল অ্যাকাউন্টে আপনা থেকেই ব্যাকআপ হয়ে যাবে আর গুগল এই বিষয়ে যাবতীয় তথ্য হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে Gmail-এর মাধ্যমে পাঠাবে।

আরও পড়ুন: বাড়ি বসেই অনলাইনে ত্রাণ পাঠান কেরলের বন্যাদুর্গতদের কাছে, দেখে নিন কীভাবে

নভেম্বরে হোয়াটসঅ্যাপ আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে পুরনো সমস্ত হোয়াটসঅ্যাপ ব্যাকআপ যেমন, ফটো, ভিডিও, চ্যাট যা আপডেট হয়নি, সেগুলি ডিলিট হয়ে যাবে। তাই সংস্থার পক্ষ থেকে গ্রাহকদের ব্যাকআপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

• কী করে ব্যাকআপ নেবেন?

হোয়াটসঅ্যাপ Settings-এ গিয়ে Chat অপশনে যান। এর পর ‘Chat backup’ অপশনে ক্লিক করুন। এবার ‘Back up to Google Drive’ সিলেক্ট করুন। এরপর নিজের গুগল অ্যাকাউন্ট এন্টার (সংযুক্ত করুন) করুন যাতে আপনি WhatsApp restore করতে চান ৷ এর পর মোবাইলের Wifi বা ডেটা অন করে দিলেই হোয়াটসঅ্যাপ-এর মিডিয়া, ফটো, ভিডিও, চ্যাট-এর ব্যাকআপ হয়ে যাবে।

.