জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাকেশ শর্মার ৪১ বছর পর মহাকাশে আবার কোনও ভারতীয় মহাকাশচারী। নাসার অ্যাক্সিওম-৪ মিশন (Axiom 4 Mission) নিয়ে আজ মহাকাশে উড়ে গিয়েছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Subhanshu Shukla)। গন্তব্য আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র। আজ ফ্লোরিডার স্পেস সেন্টার থেকে শুভাংশু সহ মোট ৪ মহাকাশচারীকে নিয়ে উড়ে গিয়েছে ড্রাগন মহাকাশযান। আগামী ১৪ দিন তিনি থাকবেন মহাকাশে। শুভাংশুর মহাকাশ বিজয়ের দিনই চিনে নিন জাহ্নবী দাংগেতিকে (Jahnavi Dangeti)।
কে এই জাহ্নবী দাংগেতি? (Who is Jahnavi Dangeti)
জাহ্নবী দাংগেতি হতে চলেছে ভারতের প্রথম মেয়ে, যিনি মহাকাশে যাবেন। ঘুরতে। মোট ৬ ঘণ্টার জন্য মহাকাশে যাবেন জাহ্নবী। নাসায় জাহ্নবীর প্রশিক্ষণ চলবে এখন। প্রশিক্ষণ শেষ হলেই ২০২৯ সালে মহাকাশে যাওয়ার কথা জাহ্নবীর। অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার মেয়ে জাহ্নবী ডাংগেতি এককথায় প্রথম ভারতীয় মেয়ে হিসেবে ইতিহাস গড়তে চলেছেন (first Indian woman to go space)। এবছর টাইটানস স্পেস অ্যাস্ট্রোনট ক্লাসের জন্য জাহ্নবীকে অ্যাস্ট্রোনট ক্যান্ডিডেট (Ascan) হিসেবে নির্বাচিত করা হয়।
Ascan জাহ্নবী দাংগেতি
টাইটানস স্পেসের প্রথম কক্ষপথ অভিযানের সুযোগ পেতে চলেছেন ২৩ বছর বয়সী তরুণী জাহ্নবী (Ascan Jahnavi Dangeti)। ২০২৯ সালের মার্চে তাদের মিশন। প্রায় ৫-৬ ঘণ্টা মহাকাশে থাকবেন জাহ্নবী। প্রবীণ আমেরিকান মহাকাশচারী বিল ম্যাকআর্থারের নেতৃত্বে মহাকাশে ভ্রমণ করবেন জাহ্নবী। শুধু তাই নয়, জাহ্নবী প্রথম ভারতীয় হিসেবে নাসার আন্তর্জাতিক বিমান ও মহাকাশ কর্মসূচি সফলভাবে সম্পন্নও করেছেন।
চাঁদ-ই নিয়ে এল, বিস্ময় আজ বাস্তবে: জাহ্নবী
নিজের স্বপ্নকে ছোঁওয়ার আনন্দে বিহ্বল জাহ্নবী ইনস্টাগ্রামে লিখেছেন, "ছোটবেলায় আমি বিশ্বাস করতাম চাঁদ আমার পিছু পিছু আসে। তখন আমি জানতাম না, চাঁদ-ই আমাকে এখানে নিয়ে আসবে। আমার সেই বিস্ময় আজ বাস্তবতায় পরিণত হয়েছে।"
জাহ্নবীর বায়োডেটা ((Jahnavi Dangeti Academics)
স্কুলের পাঠ শেষ করে পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি থেকে ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশনে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন জাহ্নবী। বছরের পর বছর ধরে জাহ্নবী STEM-এর হয়ে মহাকাশ প্রচার কর্মসূচিতে অংশ নিয়েছেন। অ্যানালগ মিশন, গভীর সমুদ্রে ডাইভিং, গ্রহ বিজ্ঞান, মহাকাশ পরিবেশ ও দীর্ঘমেয়াদী মহাকাশ অভিযান সম্পর্কে বিভিন্ন সম্মেলনে অংশ নিয়েছেন।
আরও পড়ুন, Biggest ship accident: ৯ হাজারেরও বেশি মানুষের মৃত্যু! টাইটানিক নয়... সবচেয়ে ভয়াবহ, গায়ে কাঁটা দেওয়া জাহাজের সলিলসমাধি এটাই...
আরও পড়ুন, Iran Israel War: 'কালো গর্ত', ইরানের ভয়ংকর 'অন্ধকার' কারাগারে বন্দিদের গোপনে... সরাসরি রিপোর্ট হয় খামেইনিকে!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)