সংজ্ঞাহীন করেই বন্দি করার নির্দেশ আদালতের, তবুও কেন গুলি করা হল ‘নরখাদক’ অবনিকে!
মহারাষ্ট্রের নারখাদক বাঘিনী অবনিকে গুলি করে মারার ঘটনায় বিতর্ক শুরু হয়েছে নানা মহলে। আদালতের আদেশে ওই বাঘিনীকে গুলি করা হয়েছে বলা হলেও আদালতের সেরকম কোনও নির্দেশ ছিলই না বলে অভিমত অনেকের।