ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড সেরা ছবি হিসাবে পুরস্কার পেয়েছে বিধু বিনোদ চোপড়া পরিচালিত 'টুয়েলভথ ফেল'।
সেরা ওয়েব সিরিজ বিভাগে সেরা পুরস্কার পেয়েছে কোহরা।
টুয়েলথ ফেল ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন বিক্রান্ত মাসে।
থ্রি অফ আস ছবির জন্য সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন শেফালি শাহ।
ক্রাইম থ্রিলার ছবি জানে জান ছবিতে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন জয়দীপ আহলাওয়াত।
গোল্ডফিস-এ দুর্দা্ত অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন দীপ্তি নাভাল।
সেরা শর্ট ফিল্মের পুরস্কার পেয়েছেন নকটার্নাল বার্গার শর্ট ফিল্ম।
সেরা ফিচার ছবি পরিচালক হিসাবে পুরস্কার পেয়েছেন পিএস বিনোথরাজ (কুঝাঙ্গাল)।
সেরা ওয়েব সিরিজ পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে (জুবলি)।