বিনোদন জগত একের পর এক তারকা হাড়াচ্ছে। ৪২ বছরের শেফালি জারিওয়ালার মৃত্য়ু নাড়িয়ে দিয়েছে সকলকেই। বিখ্য়াত কাঁটা লাগা গানে ছিলেন তিনি

Rajat Mondal
Jun 30,2025


সুশান্ত সিং রাজপুত মাত্র ৩৪ বছর বয়সে মারা যান। কাই পো চে, এম এস ধোনি থেকে শুরু করে ছিছোড়ে অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি।


মধুবালা ছিলেন ৯০-এর দশকের অন্য়তম জনপ্রিয় অভিনেত্রী। তিনি ৩৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এই তারকার নামকরা সিনেমা হল মুঘল-এ-আজাম, কালা পানি ইত্য়াদি।


দিব্য়া ভারতী মাত্র ১৯ বছর বয়সে মুম্বাইয়ের পাঁচ তলা ফ্ল্য়াট থেকে পড়ে মারা যান। তাঁর সবথেকে জনপ্রিয় সিনেমা, দিওয়ানা।


গুরু দত্ত ৩৯ বছরেই মৃত্য়ু বরণ করেন। তাঁর অন্য়তম সিনেমা কাগাজ কে ফুল,সাহেব বিবি অর গোলাম ইত্য়াদি।


স্মিতা পাটিল ৩১ বয়সে মারা যান। মন্থন, ভূমিকা, মান্ডি ইত্য়াদি সিনমায় অভিনয় করেন।


মীনা কুমারি ৩৯ বয়সে মারা যান। অন্য়তম সিনেমা পরিনীতা, মেরে আপনে ইত্য়াদি।


জিয়া খান ২৫ বছর বয়সে আত্মহত্য়া করেন। গাজনি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

VIEW ALL

Read Next Story