বলিউডে বয়স ৩৩, নাগরিকত্বের ১! জীবনে প্রথম ভোট দিলেন অক্ষয়...

জাহ্নবী কাপুর

গোলাপি সালোয়ার স্যুটে ভোট দিতে যান জাহ্নবী কাপুর।

বনি-খুশি

জাহ্নবী একা গেলেও বাবা বনির সঙ্গে ভোট দিতে গেলেন খুশি কাপুর।

ডেভিড-বরুণ

বাবা ডেভিড ধাওয়ানের সঙ্গে সোমবার সকালে ভোট প্রয়োগ করলেন বরুণ।

গুলজার-মেঘনা

মেয়ে মেঘনা গুলজারের সঙ্গে গিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন গুলজার।

রাজকুমার রাও

মুম্বইয়ে ভোট দিলেন অভিনেতা রাজকুমার রাও, পাপারাজ্জিদের পোজ দিতেও ভুললেন না।

জুনেইদ-আয়রা

আমিরের দেখা না পেলেও একসঙ্গে ভোট দিলেন তাঁর ছেলে-মেয়ে জুনেইদ ও আয়রা।

আমিরের মা

হুইল চেয়ারেই ভোট দিতে যান আমিরের খানের মা জিনাত হুসেন।

জোয়া-হানি-ফারহান

মা হানি ইরানির সঙ্গে ভোট দিতে গেলেন জোয়া আখতার ও ফারহান আখতার।

সানিয়া মালহোত্রা

সোমবার সকাল সকালই ভোট দিলেন অভিনেত্রী সানিয়া মালহোত্রা।

হেমা মালিনী-এষা

মেয়ে এষাকে নিয়েই ভোট দিলেন হেমা মালিনী।

মনোজ বাজপেয়ী

সোমবার দুপুরে স্ত্রী শাবানাকে নিয়ে ভোট দিতে যান মনোজ বাজপেয়ী।

সুভাষ ঘাই

পোলিং বুথের বাইরে ক্যামেরাবন্দি হলেন পরিচালক সুভাষ ঘাই।

VIEW ALL

Read Next Story