তবে সব রেকর্ড ভেঙে ফেলেছে 'জওয়ান'। শাহরুখের এই ছবি ৪দিনে আয় করেছে ৫২০.৭৯ কোটি।
২০১২ সালে মুক্তি পায় 'জব তক হ্যায় জান'। সেনার বেশে ফের দর্শকের মন লুঠ করেন শাহরুখ।
এই ছবিতে তিনি ছিলেন মেজর রাম। শাহরুখের অন্যতম বক্স অফিস সফল ছবি 'ম্যায় হুঁ না'।
স্কোয়ারড্রন লিডার বীরপ্রতাপ সিং-এর চরিত্রে নজর কেড়েছিলেন বীর-জারা ছবিতে।
শ্রীদেবীর বিপরীতে 'আর্মি' ছবিতে ক্যামিও করতে দেখা যায় শাহরুখ খানকে।
'ফৌজি' ধারাবাহিকে প্রথম নজর কাড়েন শাহরুখ খান। সেখানে তিনি ছিলেন এক সেনাকর্মী।
শুধু 'জওয়ান' নয়, বারংবার সেনার বেশে বক্স অফিসে ঝড় তুলেছেন শাহরুখ খান।