৯ জানুয়ারি অনুষ্ঠিত হল আমির কন্যা আয়রার এবং সেলিব্রিটি ফিটনেস ট্রেনার নূপুরের সঙ্গীত অনুষ্ঠান।
সঙ্গীত অনুষ্ঠানে আমিরকে তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ এবং তাঁর ছোট ছেলে আজাদের সঙ্গে গান গাইতে দেখা গেছে।
আমিরের এই উপহারে বেজায় খুশি ছিলেন আমির কন্যা, সেই মুহূর্ত ধরা পড়েছে ভিডিয়োতে।
নূপুর আমিরেরও ফিটনেস ট্রেনার। সেই সূত্রেই আলাপ আয়রার সঙ্গে। তারপরই প্রেম হয় তাঁদের।
আয়রা এবং নূপুরের সঙ্গীতের অনুষ্ঠানে আমিরকে খোশ মেজাজে নাচতেও দেখা গেছে।
তবে এই অনুষ্ঠানে সবথেকে বেশি নজর কেড়েছে আয়রার পোশাক। মজার ব্যপার তাঁর লেহেঙ্গার সঙ্গেই রয়েছে হুডযুক্ত একটি লাল জ্যাকেট।
বিয়ের অনুষ্ঠানের প্রথম থেকেই আয়রার প্রত্যেকটি পোশাক সকলের নজর কেড়েছে।
কালো এবং গোল্ডেন পোশাকে কোনও অংশে কম যাননি নূপুর শিখরেও।
জানুয়ারি মাসের ১০ তারিখ আনুষ্ঠানিক ভাবে বিবাহ বন্ধনে বাঁধা পড়বেন তাঁরা।