সোশ্যাল মিডিয়ায় ভাইরাল খান পরিবারের রাখি উৎসবের ছবি।
অন্যদিকে সোহা আলি খান ছবি পোস্ট করে লেখেন, ‘হাম নও সাথ হ্যায়...’
সকলকেই দেখা গেল সাবেকি পোশাকে।
করিনা লিখেছেন, ‘পারিবারিক বন্ধন’।
গোটা পরিবারের ছবি পোস্ট করেছেন করিনা কাপুর খান।
অন্যদিকে সইফের হাতে রাখি বাঁধলেন সাবা ও সোহা আলি খান।
তিন দাদাকে রাখি বাঁধলেন সোহা আলি খানের মেয়ে ইনায়া। ছোটবোনকে হাতে ধরে শেখালেন দিদি সারা।
ইব্রাহিম, তৈমুর ও জেহ-র হাতে রাখি বাঁধলেন তাঁদের একমাত্র দিদি সারা আলি খান।
সারা দেশের মতো নবাব বাড়িতেও উদযাপিত হল রাখি উৎসব।