করিশ্মা কাপুর ৯০-এর দশকের অন্য়তম অভিনেত্রী। ২৫শে জুন তিনি ৫১-এ পা দিলেন।
রাজা হিন্দুস্থানীতে, করিশ্মা কাপুর আরতির চরিত্রে এবং আমির খান রাজার চরিত্রে অভিনয় করেন। ইউটিউবে রয়েছে এই সিনেমা।
হিরো নম্বর ১- প্রধান চরিত্রে ছিলেন করিশ্মা কাপুর এবং গোবিন্দা। ইউটিউবে রয়েছে এই সিনেমা।
অ্য়ামাজন প্রাইম থেকে দেখে নিন বিবি নম্বর ১, এই ছবিতে তিনি স্ত্রীর চরিত্রে অভিনয় করেন।
আনাড়ি ছবিতে তিনি রাজনন্দিনীর চরিত্রে অভিনয় করেন। প্রাইম এবংইউটিউবে রয়েছে এই সিনেমা।
দিল তো পাগল হ্য়ায় -ছবিতে প্রধান চরিত্রে ছিলেন করিশ্মা কাপুর এবং শাহরুখ খান। এই ছবিটি অ্য়ামাজন প্রাইমে রয়েছে।
নেটফ্লিক্সে মুক্তি প্রাপ্ত মার্ডার মুবারাকে তিনি শেহনাজ নূরানী চরিত্রে অভিনয় করেন।
ডেন্জারাস ইশক, এই ছবিতে সঞ্জনার চরিত্রে অভিনয় করেন তিনি। অ্য়ামাজন প্রাইম থেকে দেখে নিন এই সিনেমা।