সমু্দ্র থিমে তৈরি নোয়ায় এক হয়ে যায় বিশ্রাম এবং শান্তি।
বাংলাদেশি ইলিশ পোলাও, চিংড়ির ভর্তার, ফিশ রোল, স্যান্ডউইচ-স্যালাড-মকটেল থেকে শুরু করে থাকছে বোনলেস বিরিয়ানি সহ কোরিয়ান, স্প্যানিশ বা ফরাসি খাবারের ছোঁয়া।
নোয়ায় আছে বাংলার হ্যান্ডলুম শাড়ির সঙ্গে বেনারসের বেনারসী, লখনউয়ের বাহারি চিকনের সঙ্গে মধ্যপ্রদেশের বর্ণময় চান্দেরি।
প্রথমদিন নোয়ায় হাজির অপরাজিতা আঢ্য, সোহিনী সেনগুপ্ত, রাহুল, ভাস্বর, বিক্রম, নীল-তৃণা সহ একাধিক তারকা।
নোয়ায় একদিকে যেমন থাকবে কফিশপ, রেস্তোরাঁ তোমনই থাকবে বুটিক।
প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন সাবিত্রী চট্টোপাধ্যায় ও অরূপ বিশ্বাস।
প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের উদ্যোগে সফর শুরু ‘নোয়া’র।