শরীর যেন মিউজিয়াম! নীতা আম্বানির নেকলেস ৫০০, বাজুবন্দ ২০০ কোটি...

নীতা আম্বানি

আম্বানি পরিবারের ছোট ছেলে অনন্তের বিয়ে। জামনগরে বসেছিল ৩ দিনের প্রিওয়েডিং অনুষ্ঠানে। ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে হবু শাশুড়ির সাজ ছিল নজরকাড়া।

নীতা আম্বানি

প্রথম দিনের অনুষ্ঠানে নীতা আম্বানির গলায় যে হার পরেছিলেন, তার দাম শুনলে আঁতকে উঠবে যে কেউ।

নীতা আম্বানি

জানা গিয়েছে, পান্না-হিরে দিয়ে তৈরি নীতার এই হারের দাম নাকি প্রায় ৫০০ কোটি টাকা।

বাজুবন্দ

২০২৪-এর মিস ওয়ার্ল্ড ফাইনালে, নীতা আম্বানি বাজুবন্দ সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল।

বাজুবন্দ

জানা গিয়েছে, ওই বাজুবন্দটির আসল মালিক হলেন মুঘল সম্রাট শাহজাহান।

বাজুবন্দ

হিরে, রুবি এবং স্পিনেল দিয়ে তৈরি এই বাজুবন্দটির দাম ২০০ কোটিরও বেশি।

হিরের আংটি

জামনগরে অনুষ্ঠানের তৃতীয় দিন, দুর্দান্ত হিরের আংটি পরেছিলেন নীতা। যার মূল্য প্রায় ৫৩ কোটি।

১২ জুলাই ২০২৪, অবশেষে অপেক্ষার অবসান। অবশেষে সেই দিন বিবাহ বন্ধনে বাঁধা পড়বেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট।

সোমবার মুম্বইতে হলদি অনুষ্ঠান উদযাপন করলেন অনন্ত-রাধিকা।

VIEW ALL

Read Next Story