অভিনেত্রী নুসরত জাহান একটি ওরাংওটাংকে কোলে নিয়ে ছবি পোস্ট করেছিলেন।
আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়তে তাঁদের ছবি হয়েছে ভাইরাল।
আবারও তাঁদের সেই ছবি দেখেই ট্রোলে মন দিয়েছে নেটিজেনরা।
তাঁর কোলে তাঁরই গলা জড়িয়ে রয়েছে একটি আস্ত ওরাংওটাং! এর থেকে মজার আর কীই বা হতে পারে?
অভিনেত্রীর পরনে সাদা টিশার্ট, কোলে ওরাংওটাং, এই ছবি দেখে বেজায় মজদা পেয়েছে নেট দুনিয়া।
নুসরত জাহানও এই ওরাংওটাংয়ের দুষ্টুমি বেশ মন ভরে উপভোগ করছিলেন।
এই ছবি পোস্ট করে নুসরত লেখেন, 'রবিবার সবার খুব ভালো কাটুক। অনেক চুমু আর ভালোবাসা পাঠালাম।'
এক ব্যক্তি নুসরত জাহানের এই ভিডিয়ো দেখে মজা করে লিখেছেন, 'দুজনের ঠোঁটই তো একই রকম!'।