অনন্তর প্রেমপত্র সারা শরীরে জড়িয়ে প্রি-ওয়েডিংয়ে চমক 'আম্বানি বধূ' রাধিকার...

অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট তাঁদের দ্বিতীয় প্রি-ওয়েডিং অনুষ্ঠান উদযাপন করেছিলেন ইউরোপের বিলাসবহুল ক্রুজে।

অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং

দ্বিতীয় প্রি-ওয়েডিং অনুষ্ঠানের প্রথম ইভেন্টে রাধিকা তাক লাগানো কাস্টমাইজড গাউন পরেছিলেন। যা এই মুহূর্তের নেটপাড়ার হট টপিক।

অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং

অনন্তর প্রেমপত্র ছাপানো রয়েছে রাধিকার গাউনে। জানা গিয়েছে, অনন্ত তাঁর প্রেমিকা রাধিকার ২২ তম জন্মদিনে এটি লিখেছিলেন।

অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং

রাধিকা জানিয়েছেন, 'আমার জন্মদিনে এই দীর্ঘ প্রেমপত্রটি লিখেছিলেন অনন্ত। আমি ওঁর জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা স্পষ্ট এই চিঠিতে।'

অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং

তিনি আরও বলেন, 'আমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি সংরক্ষণ করতে চেয়েছিলাম। আমি এটা আমার সন্তান এবং নাতি-নাতনিদের দেখাতে চাই। আমি তাঁদের বলব যে, আমাদের ভালোবাসা এমন ছিল।'

অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং

লন্ডনের ডিজাইনার রর্বাট উনের ডিজাইন করা এই গাউনটি।

অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং

১২ জুলাই জিও ওয়ার্ল্ড সেন্টারে অনন্ত-রাধিকা সাত পাকে বাঁধা পড়বেন।

অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং

তারকা জুটি গ্র্যান্ড রিসেপশন হবে ১৪ জুলাই।

অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং

তিন দিনব্যাপী এই জমকালো অনুষ্ঠানের উপর সকলেরই নজর।

VIEW ALL

Read Next Story