জন্মদিন

১৯৪২ সালের ২৯ ডিসেম্বর বলিউডের অন্য়তম জনপ্রিয় অভিনেতা রাজেশ খান্নার জন্মদিন।

কন্যা

১৯৭৪ সালে একইদিনে জন্ম নিয়েছিলেন তাঁর কন্যা অভিনেত্রী টুইঙ্কল খান্না।

শ্রেষ্ঠ উপহার

৩১তম জন্মদিনে মেয়ের জন্মই নাকি তাঁর সারা জীবনের শ্রেষ্ঠ উপহার।

অনুরাগী

‘আনন্দ’, ‘স্বর্গ’, ‘নমক হারাম’ এবং আরও নানা ছবি তাঁর অনুরাগীদের উপহার দিয়েছেন তিনি।

টিনা বাবা

একটি সাক্ষাৎকারে টুইঙ্কল জানিয়েছেন তাঁর বাবা তাঁকে ভালোবেসে ‘টিনা বাবা’ বলে ডাকতেন।

বাদশাহ

‘বাদশাহ’, ‘জান’, ‘মেলা’, ‘বারসাত’-এর মত একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।

সদ্য প্রকাশিত বই

বর্তমানে টুইঙ্কল পুরোপুরি লেখালেখিতে মন দিয়েছেন। তাঁর সদ্য প্রকাশিত বই হল ‘পাজামাস আর ফরগিভেন’।

বিয়ে

২০০১ সালে টুইঙ্কল খান্না বলিতারকা অক্ষয় কুমারকে বিয়ে করেন।

হাল্ক

শুক্রবার অক্ষয় তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘শুভ জন্মদিন হাল্ক’ লিখে একটি পোস্টের মাধ্যমে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন।

VIEW ALL

Read Next Story