অ্যানিমাল

১ ডিসেম্বর মুক্তি পেয়েছে রণবীর কাপুর অভিনীত সাম্প্রতিক সিনেমা। এটিই নাকি তাঁর জীবনের সেরা অভিনীত সিনেমা। এই তালিকায় আছে আরও বেশ কিছু সিনেমা।

রকস্টার

২০১১ সালে মুক্তি পেয়েছিল এই সিনেমাটি। ইমতিয়াজ আলির এই সিনেমায় রণবীরের অভিনয় সকলের নজর কেড়েছিল।

ইয়ে জওয়ানি হে দিওয়ানি

২০১৩ সালে মুক্তি পায় এই সিনেমা। রণবীরকে এই সিনেমায় যে কুল চরিত্রে দেখতে পাওয়া গেছে, তা সকলের মনে রয়ে গেছে।

বরফি

২০১২ সালে মুক্তি পায় বরফি। এই সিনেমায় বোবা-র চরিত্রে অভিনয় করছিলেন তিনি। ডায়লগ ছাড়াও চরিত্র ফুটিয়ে তুলেছিলেন তিনি।

তামাশা

২০১৫ সালের রণবীরের এই ছবিটি হিট না হলেও, এই সিনেমায় রণবীরের ইউনিক অভিনয় সকলের নজর কেড়েছিল।

সঞ্জু

২০১৮ সালে সঞ্জয় দত্ত-র বায়োপিকে দেখতে পাওয়া গেছিল তাঁকে। বাস্তবের চরিত্র করা সবসময়ই কঠিন চ্যালেঞ্জ। সেখানেও রণবীরের কাজ সকলের মন জয় করেছিল।

ব্রহ্মাস্ত্র

২০২২-এর ‘ব্রহ্মাস্ত্র’-ও রণবীরের হিট সিনেমা গুলির মধ্যে একটি। এই সিনেমায় তাঁকে একেবারে অন্যরকমের চরিত্রে দেখতে পাওয়া গেছিল।

রাজনীতি

২০১০-এ মুক্তি পায় রণবীরের এই সিনেমাটি। কর্মজীবনের প্রথম দিকের সিনেমা হলেও, এই সিনেমায় তাঁর অভিনয় চোখে পড়ার মতো।

ওয়েক আপ সিড

ইয়ে জওয়ানি হে দিওয়ানি-র মতো এই সিনেমাতেও তাঁকে একদম কুল চরিত্রে দেখতে পাওয়া গেছিল।

সাওয়ারিয়া

এটি তাঁর প্রথম সিনেমা হলেও, এই সিনেমায় রণবীরের অভিনয় দেখে তা মনে হবে না।

VIEW ALL

Read Next Story