মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে ‘জওয়ান’।
সারা বিশ্ব জুড়ে ৬৯৬ কোটি টাকা ব্যবসা করেছে ‘জওয়ান’।
ছবির সাফল্যে শুক্রবার সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন শাহরুখ খান।
কিংখানের সঙ্গে একই মঞ্চে দেখা যায় অ্যাটলি, বিজয় সেতুপতি, দীপিকা পাড়ুকোণ থেকে শুরু করে ঋদ্ধি ডোগরা, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, সংগীত পরিচালক অনিরুদ্ধ সহ প্রায় গোটা টিম।
অনিরুদ্ধের কন্ঠে চলেয়া গানে পা মেলাতেও দেখা যায় শাহরুখ ও দীপিকাকে।
মায়ের জন্মদিনের কারণে উপস্থিত থাকতে পারেননি নয়নতারা। নায়িকার মায়ের জন্য মুম্বই থেকেই বার্থ ডে সঙ গাইলেন কিং খান।
শাহরুখ বললেন এই ছবির আসল হিরো তিনি নন, আসল হিরো টেকনিশিয়ানরা।
এদিন দীপিকা বলেন, অ্যাটলি ও শাহরুখ তাঁকে বোকা বানিয়েছে।
ছবি দেখার পর দীপিকা অনুভব করেন, এটা ক্যামিও তো নয়, বেশ গুরুত্বপূর্ণ চরিত্র।
শাহরুখ বলেন, বেশরম রঙ গানের শ্যুটিংয়ের সময় হঠাৎ তাঁর মাথায় আসে, দীপিকাকে মা ভালো মানাবে।
শাহরুখ নিজে কথা না বলে ম্যানেজারকে পাঠায় দীপিকার সঙ্গে কথা বলতে।
শাহরুখের দাবি, এক কথাতেই শাহরুখের মা হতে রাজি হয়ে যান দীপিকা।