বিশ্ব খ্যাত গায়িকা শাকিরার একটি ৬.৫ মিটার লম্বা ব্রোঞ্জের মূর্তি, কলম্বিয়ায় তাঁর নিজের শহর ব্যারানকুইলায় স্থাপন করা হল।
মূর্তিটি তাঁর ‘হিপস ডোন্ট লাই’ গানের একটা স্টেপ অবলম্বনে বানান হয়েছে।
তাঁর বাবা এবং ভাইদেরকেও এই মূর্তি উদ্বোধনের সময় সেখানে উপস্থিত থাকতে দেখা গেছে।
উপস্থিত ছিলেন গায়িকার মা-ও। মায়ের জন্মদিনের দিনই এই বিশেষ মূহুর্তের সাক্ষী থেকেছেন তাঁরা।
গায়িকা নিজেই বিভিন্ন ছবি এবং ভিডিয়ো তাঁর ইনস্টাগ্রাম অ্য়াকাউন্টে ছেড়ে সকলের সঙ্গে নিজের খুশি ভাগ করে নিয়েছে।
শাকিরার এই ব্রোঞ্জের মূর্তিটি তৈরি করেছেন ভাস্কর ইয়িনো মার্কেজ এবং তাঁর ছাত্ররা।
উপস্থিত ছিলেন কলম্বিয়ার সেই শহরের মেয়র ব্যারানকুইলাও। মূর্তিটি উদ্বোধন করেন তিনিই।
শাকিরা তাঁর কর্মজীবনে এখনও অবধি মোট ৩ টি গ্র্যামি অ্যাওয়ার্ড এবং মোট ১৪ টি লাতিন গ্র্যামি অ্য়াওয়ার্ড জিতেছেন।
শাকিরা তাঁর ‘ওয়াকা ওয়াকা’, ‘লোকা’, ‘রাবিওসা’, ‘শি উলফ’ ইত্যাদি গানের জন্য বিশেষ ভাবে জনপ্রিয়তা অর্জন করেছেন।