সিনে দুনিয়ায় খুশির হাওয়া সাতপাকে বাঁধা পড়লেন অনুরাগকন্যা আলিয়া

Rajat Mondal
Dec 12,2024

সাতপাকে বাঁধা পড়লেন অনুরাগকন্যা আলিয়া কাশ্যপ এবং ব্যবসায়ী শেন গ্রেগ

বহু বছর ধরে প্রেমের সম্পর্কে বাঁধা থাকার পর এবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আলিয়া ও শেন। জমকালো বিবাহ আসরে বুধবার আলিয়া ও শেনের বিয়েতে হাজির ছিল বলিউডের বহু তারকা।

হালকা গোলাপি প্যাস্টেল শেডের পোশাকেই সেজে উঠেছিলেন দুজনেই

হালকা গোলাপি প্যাস্টেল শেডের পোশাকেই সেজে উঠেছিলেন আলিয়া ও শেন। আলিয়ার লেহেঙ্গা সেজে উঠেছিল নানা রঙের পাথর। অন্যদিকে শেনের পরনে সোনালি রঙের শেরওয়ানি।

বিয়ের সময় ছাঁদনাতলায় আবেগপ্রবণ শেন প্রেগ

বিয়ের সময় ছাঁদনাতলায় আবেগপ্রবণ হয়ে উঠেছিলেন শেন। বধূ বেশে আলিয়াকে দেখতেই চোখে জল তাঁর। আর অন্যদিকে সাতপাক শেষ হতেই বরের ঠোঁটে ঠোঁট রাখেন আলিয়া। এভাবেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অনুরাগকন্যা।

অনুরাগ কাশ্যপের কন্যা আলিয়া কাশ্যপ মে মাসেই ছিলো খুশির খবর

মে মাসেই সুখবর দিয়েছিলেন অনুরাগ কাশ্যপের কন্যা আলিয়া কাশ্যপ। সোশ্যাল মিডিয়ায় ঘনিষ্ঠ ছবি দিয়ে জানিয়েছিলেন যে বিদেশি প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি।

মে মাসেই আংটিবদলের ছবি শেয়ার করেছিলেন অনুরাগকন্যা

গত মে মাসেই শেন গ্রেগয়েরের সঙ্গে আংটিবদলের ছবি শেয়ার করেছিলেন অনুরাগকন্যা।

ককটেল পার্টিতে খুশির গ্ল্যামারাস লুক

ককটেল পার্টিতে খুশির গ্ল্যামারাস লুক সব থেকে বেশি নজর কাড়ে। তবে শুধু বিয়ের ছবি নয়, বন্ধুদের সঙ্গে আলিয়া ব্যাচেলর পার্টি করতে গিয়েছিলেন থাইল্যান্ডে, সেই ছবিও ধরা পড়ে সোশ্যাল মিডিয়ায়।

সিনেমায় বাবা এবং মেয়ের একটি অসম্ভব সুন্দর মুহূর্ত

সিনেমায় বাবা এবং মেয়ের একটি অসম্ভব সুন্দর মুহূর্ত তুলে ধরা হয় যা ভীষণ ভালো লাগে অনুরাগের। অভিষেকের অভিনয়ের প্রশংসা করে অনুরাগ বলেছিলেন, এই মুহূর্তে এই সিনেমাটির থেকে ভালো কোনও সিনেমা হতে পারত না আমার জন্য।

বিয়েতে হাজির অনুরাগ কশ্যপের প্রাক্তন স্ত্রী কল্কি কেঁকলাও

বিয়েতে হাজির ছিলেন অনুরাগ কশ্যপের প্রাক্তন স্ত্রী কল্কি কেঁকলাও। ২০১৫ সালে দাম্পত্যে ইতি টানেন কল্কি ও অনুরাগ। তবে নিমন্ত্রণ রক্ষা করতে এসেছিলেন কল্কি। আলিয়ার প্রাকবিবাহ অনুষ্ঠান থেকে শুরু করে বিবাহ সমস্ত সময়েই হাজির ছিলেন কল্কি।

হাজির ছিলেন সদ্য বিয়ে হওয়া নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালাও

তিনি সোশ্যাল মিডিয়ায় বিয়ের বিভিন্ন আচার অনুষ্ঠানের ছবি শেয়ার করে নিয়েছিলেন আগেই। আর এই প্রথম সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ বিয়ের ছবি শেয়ার করে নিলেন আলিয়া কাশ্যপ।

হাজির একঝাঁক স্টারকিড

বৃস্পতিবার সন্ধেয় মুম্বইতে এক বাগদান পার্টির আয়োজন করেন আলিয়া-শেন। যেখানে নজর কাড়লেন খুশি কাপুর, সুহানা খান, ইব্রাহিম খান, পলক তিওয়ারি মতো স্টারকিডরা।

VIEW ALL

Read Next Story