ফারিণ জানান, ‘সুন্দর সময় কাটছে আমাদের দুজনের। জায়গাটি সুন্দর’।
মলদ্বীপের রাজধানী মালে থেকে স্পিডবোটে সমুদ্রে প্রায় ৪০ মিনিটের দূরত্বে চারদিকে সমুদ্রঘেরা একটি দ্বীপে হানিমুন কাটালেন নায়িকা।
নায়িকা নিজেই জানান যে মলদ্বীপে পাড়ি দিয়েছেন তাঁরা।
কিন্তু কোথায় একান্তে সময় কাটাচ্ছিলেন নবদম্পতি?
বিয়ের পরেই নবদম্পতি পাড়ি দেন হানিমুনে।
১১ অগাস্ট কৈশোরের প্রেমিক শেখ রেজওয়ান রাফিদ আহমেদের সঙ্গে গোপনে বিয়ে সারেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।