জাতীয় ডায়াবেটিস মাস

গোটা নভেম্বর জুড়ে পালন করা হয় 'জাতীয় ডায়াবেটিস সচেতনতার প্রচার মাস'।

জাতীয় ডায়াবেটিস মাস

প্রতি নভেম্বরেই এই বিশেষ উপলক্ষ্যটি উদযাপনের জন্যে সারা দেশের বিভিন্ন সংস্থা একত্রিত হয়।

জাতীয় ডায়াবেটিস মাস

১৯৮১ সাল থেকে এই সচেতনতামূলক প্রচারটি শুরু হয়েছে। প্রসঙ্গত, ইনসুলিনের অন্যতম আবিষ্কারক স্যার ফ্রেডরিক গ্রান্ট ব্যান্টিংয়ের জন্মদিন ১৪ নভেম্বর। দিনটি বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে পালন করা হয়।

জাতীয় ডায়াবেটিস মাস

উপলক্ষ্যটির এই বছরের ফোকাস ডায়াবেটিসের সমস্যা প্রতিরোধে পদক্ষেপ নেওয়া।

জাতীয় ডায়াবেটিস মাস

রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে ডায়াবেটিস রোগ হয়। এখন ঘরে ঘরে ডায়াবেটিস রোগী।

জাতীয় ডায়াবেটিস মাস

ডায়াবেটিস প্রধানত তিন প্রকার-- টাইপ ১, টাইপ ২। এছাড়াও গর্ভকালীন ডায়াবেটিসও হয়, যা অস্থায়ী।

জাতীয় ডায়াবেটিস মাস

এই রোগের জটিলতাগুলিকে মোটেই হালকাভাবে নেওয়া উচিত নয়। ডায়াবেটিস চোখ, কিডনি এবং হার্টের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলির ক্ষতি করে।

জাতীয় ডায়াবেটিস মাস

উপলক্ষ্যটির এ বছরের থিম-- 'টেক চার্জ অফ টুমরো'!

জাতীয় ডায়াবেটিস মাস

জাতীয় ডায়াবেটিস মাসের সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি প্রতীক রয়েছে। সর্বাধিক জনপ্রিয় প্রতীক হল নীল বৃত্ত।

VIEW ALL

Read Next Story