পুজোর হাতবদল!

তাঁর কথায় ১৭ বছর পর এলেও, তাঁর কেন্দ্রের আর ৫টা পুজোর মতই এই পুজোরও পাশে থাকবেন। যদিও পুজোর হাতবদলের জল্পনা চলছেই!

SUDESHNA PAUL
Aug 27,2023

কী বলছেন অরূপ বিশ্বাস?

এদিন ক্যানভাস উদ্বোধনে উপস্থিত ছিল অরূপ বিশ্বাস সহ তাঁর ফুল টিম। যদিও নাকতলার পুজোর দায়িত্ব নিলেন এমনটা বলতে রাজি নন অরূপ বিশ্বাস।

১৭ বছর পর নাকতলায়!

অরূপ বিশ্বাসের বিধানসভা কেন্দ্রের মধ্যেই পড়ে নাকতলা। তা সত্ত্বেও ১৭ বছর পর নাকতলার পুজোয় আমন্ত্রণ পেলেন অরূপ বিশ্বাস।

নাকতলার পুজোর দায়িত্বে অরূপ!

গত ২ বছর ধরে পুজোর হাল খারাপ। তাই এবার পুজোর দায়িত্ব নিচ্ছেন অরূপ বিশ্বাস? সুরুচির পাশাপাশি নাকতলা উদয়নের পুজোও এবার অরূপ-ই দেখবেন!

পার্থর পুজো নাকতলা!

পুজো শুরুর ৫-৬ বছর পর থেকেই পুজোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন পার্থ চট্টোপাধ্য়ায়। কিন্তু তিনি এই মুহূর্তে জেলে!

৩৮ বছরে নাকতলার পুজো!

এবার ৩৮ বছরে পা দিল নাকতলা উদয়নের পুজো। পার্থ চট্টোপাধ্যায়ের পুজো নামেই পরিচিত নাকতলা উদয়নের পুজো।

সুরুচির পর নাকতলাও এবার অরূপের পুজো!

প্রবীর চক্রবর্তী: শিক্ষক নিয়োগে দুর্নীতির দায়ে গ্রেফতার পার্থ চট্টোপাধ্য়ায়। আর তাই এবার নাকতলা উদয়নের পুজোর হাল ধরবেন অরূপ বিশ্বাস?

VIEW ALL

Read Next Story