চৈতি গাজন চড়ক মেলার শেষে বাংলার বছর শুরু হয় বৈশাখ মাস থেকে।
অহমীয়া এবং নেপালি ক্যালেন্ডারেও প্রথম মাস বৈশাখ। সধারণত, এপ্রিলের মাঝামাঝি সময়ে এটি পালিত হয়।
গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী প্রায় ৫৯৪ খ্রিস্টাব্দে বাংলা যুগের সুচনা হয়েছিল।
দৃক পঞ্চাং অনুযায়ী, প্রাচীণ রাজা শশাঙ্ক কর্তৃক বাংলা যুগের সুচনা হয়েছিল বলে মনে করা হয়।
চাষীরা এই মাসে ফসল কাটা শুরু করেন। তাই নববর্ষকে 'পোহেলা বৈশাখ'ও বলা হয়ে থাকে।
সকল ব্যবসায়ীরা আজকের দিনে নতুন হিসাবের খাতা (হালখাতা) চালু করেন এবং ক্রেতাদের জন্য উপহারের ব্যবস্থা করেন।
আজকের দিনে বাঙালির ঘরে ঘরে ইলিশ মাছ, পোলাও, পোস্ত, মিস্টি দই, সন্দেশ খাওয়া হয়ে থাকে
সারা বিশ্বে ছড়িয়ে থাকা অসংখ্য বাঙালি একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানায়।