বাংলার বর্ষবরণ ২০২৫

Rajat Mondal
Apr 15,2025

নববর্ষের শুভারম্ভ

চৈতি গাজন চড়ক মেলার শেষে বাংলার বছর শুরু হয় বৈশাখ মাস থেকে।

অহমীয়া-নেপালি

অহমীয়া এবং নেপালি ক্যালেন্ডারেও প্রথম মাস বৈশাখ। সধারণত, এপ্রিলের মাঝামাঝি সময়ে এটি পালিত হয়।

সুপ্রাচীণ ইতিহাস

গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী প্রায় ৫৯৪ খ্রিস্টাব্দে বাংলা যুগের সুচনা হয়েছিল।

রাজা শশাঙ্ক

দৃক পঞ্চাং অনুযায়ী, প্রাচীণ রাজা শশাঙ্ক কর্তৃক বাংলা যুগের সুচনা হয়েছিল বলে মনে করা হয়।

পোহেলা বৈশাখ

চাষীরা এই মাসে ফসল কাটা শুরু করেন। তাই নববর্ষকে 'পোহেলা বৈশাখ'ও বলা হয়ে থাকে।

হালখাতা

সকল ব্যবসায়ীরা আজকের দিনে নতুন হিসাবের খাতা (হালখাতা) চালু করেন এবং ক্রেতাদের জন্য উপহারের ব্যবস্থা করেন।

ইলিশ থেকে দই

আজকের দিনে বাঙালির ঘরে ঘরে ইলিশ মাছ, পোলাও, পোস্ত, মিস্টি দই, সন্দেশ খাওয়া হয়ে থাকে

শুভেচ্ছার বার্তা

সারা বিশ্বে ছড়িয়ে থাকা অসংখ্য বাঙালি একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানায়।

VIEW ALL

Read Next Story