কার্যনির্বাহী সভাপতি বাবলু সিং জানালেন, এবারও অপেক্ষা করুন। আমাদের অংশের চমক কী থাকছে দেখতে থাকুন।
ঐতিহ্যবাহী ভবানীপুর ৭৫ পল্লি পুজোর এবার ৫৯ তম বছর। এবার পুজোতেও চমক থাকছে।
খুঁটি পুজোয় ছবি প্রচারে এসে নেচে মঞ্চ কাঁপালেন মদন মিত্র। 'তোকে নিয়ে বিলেত যাব রে' গানে অন্য মুডে ধরা দিলেন মদন মিত্র।
ছবি প্রচারে উপস্থিত ছিলেন মদন মিত্র সহ অন্য তারকারা। ছিলেন বিধায়ক কার্তিক বন্দ্যোপাধ্য়ায় সহ কাউন্সিলরা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভবানীপুর ৭৫ পল্লিতে খুঁটি পুজো। খুঁটি পুজোয় 'ওহ! লাভলি' ছবির পরিচালক হরনাথ চক্রবর্তী সহ তারকারা।