তিনি ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট এবং তিনিই প্রথম নারী, যিনি ৪৫ কোটিরও বেশি ইউরোপীয়দের প্রভাবিত করে এমন আইন প্রণয়ন করেন।
তিনি ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্কের প্রেসিডেন্ট। ২০০৮ সালের আর্থিক সংকট বিশ্লেষণ করতে গিয়ে, লাগার্দ পুরুষ-শাসিত শিল্পে 'গ্রুপথিঙ্ক' করার কথা বলেছিলেন এবং তিনি লিঙ্গ সংস্করণের কথা বলেছিলেন।
তিনি প্রথম ইতালীর প্রধানমন্ত্রী। তিনি এলজিবিটি লবি নিয়ে কাজ করেছেন। তিনি ২০২২ জুনের এক বক্তৃতা দিয়েছিলেন, যার ফলে এলজিবিটিকিউ অধিকার ক্ষুণ্ন হবে বলে আশঙ্কা করা হয়েছিল।
তিনি মেক্সিকোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তিনি জাতিসংঘের জলবায়ু বিজ্ঞান প্যানেল নিয়ে কাজের জন্য ২০০৭ -এ নবেল প্রাইজ পেয়েছিলেন।
তিনি জেনারেল মোটরসের সিইও। ইউএসএর তিনজন বড় অটোমেকার্সের মধ্যে তিনি একজন।
তিনি বিনিয়োগ সংস্থার চেয়ারম্যান এবং সিইও ছিলেন।
তিনি অ্যাসেন্চারের সিইও। তিনি সিইও হোয়ার আগে অ্যাসেন্চারের জেনারেল কাউন্সিল ছিলেন।
পিভোটাল ভেঞ্চারসের প্রতিষ্ঠাতা। তিনি সেবামূলক কাজের সঙ্গে যুক্ত।
তিনি সেবামূলক কাজের সঙ্গে যুক্ত। স্কট দুখানা নোবেল লিখেন তাঁর কাজ নিয়ে।
তিনি মাইকেল করবাটের সিইও।