দু’ধরন

অপরাজিতা ফুল দু’ধরনের হয়। এক ধরন হয় সাদা রঙের এবং আরেকটা হয় নীল রঙের। দু’টিই আপনার পরিবার এবং স্বাস্থ্য ভালো রাখতে অনেক সাহায্য করে।

পছন্দের

তাছাড়াও দেবাদিদেব মহাদেব এবং ভগবানের নারায়ণেরও এই ফুল খুবই পছন্দের। তুলসীর মতোন অপরাজিতা ফুলও বাড়ির জন্য় খুবই ভালো।

শাস্ত্র এবং বিজ্ঞান

শাস্ত্রে অপরাজিতা ফুলের বেশ কিছু গুণাগুণ আছে, আবার বিজ্ঞানেও এর কিছু গুণাগুণ আছে । জেনে নিন অপরাজিতা ফুলের ৬ টি গুণাগুণ।

উপকারী

শরীরের নানারকম রোগ সারিয়ে তুলতে অপরাজিতা ফুল খুবই উপকারী। জ্বর বা হজমের সমস্যার থাকলে এই ফুল খান। পাবেন উপকার।

আর্থিক সমস্যা

আর্থিক সমস্যায় ভুগলে বাড়িতে লাগান এই ফুল গাছ। মহাদেবকে এই ফুল দিয়ে পুজো দেওয়ার পর, সেই ফুল টাকার জায়গায় রাখুন। এতেই হবে সমস্যার সমাধান।

স্মৃতিশক্তি

স্মৃতিশক্তি লোপ পাচ্ছে? অল্প হলেও রোজ খান অপরাজিতা ফুল। খেতে পারেন অপরাজিতার চা। পাবেন উপকার।

নেগেটিভ এনার্জি দূর করুন

শুধুমাত্র আর্থিক নয়, নেগেটিভ এনার্জি দূর করতেও অপরাজিতা ফুল খুবই কাজে লাগে। তবে বাড়ির ঠিক দিকে গাছটি লাগানো খুবই দরকার।

সমস্যার সমাধান

চাকরি বা বিয়ে না হলে বাড়িতে থাকা এই গাছের ফুল নিজের কাছাকাছি রাখুন। সমস্যার সমাধান এমনিই হবে এই উপায়ে।

ক্ষত সারান

শরীরে কোনও রকম ক্ষত সৃষ্টি হলে সেইখানে অপরাজিতা ফুল বেটে লাগান। সহজেই সেই ক্ষত সেরে উঠবে।

VIEW ALL

Read Next Story