সেলিব্রেশন

পৃথিবী জুড়ে আজ কফির সুগন্ধ সেলিব্রেট করার দিন। আজ ১ অক্টোবর, ওয়ার্ল্ড কফি ডে। জেনে নিন কফি পানের ৯টি সুফল।

Soumitra Sen
Oct 01,2023

এনার্জি লেভেল

কফিতে থাকে ক্যাফেইন, যা আপনার এনার্জি লেভেল বাড়িয়ে আপনাকে তরতাজা রাখতে সাহায্য করে।

টাইপ-টু ডায়াবেটিস

রোজ কফি পান করলে আপনার টাইপ-টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক অংশে কমে যায়।

রোগ সংক্রমণ

গবেষণা থেকে জানা গিয়েছে, কফি আপনাকে আলঝাইমার এবং পার্কিনসনের মতো রোগ হওয়ার সম্ভাবনা কমে।

ডিপ্রেশন কিলার

ডিপ্রেশনে ভুগছেন রোজকার কফিতেই আছে সমাধান। বলা হয়, কফি বহুক্ষেত্রে আত্মহত্যার হার কমায়।

মুশকিল আসান

লিভারঘটিত রোগ, যেমন লিভার ক্যান্সার, ক্রনিক লিভার পেইনের মতো রোগ থেকে নিস্তার পাওয়া যায় নিয়মিত কফি পান করলে।

ওয়েট লস্

সামনেই পুজো, ওজন কমাতে চান? কফিই পারে আপনার এই সমস্যার সমাধান করতে।

হৃদয়-রক্ষা

স্ট্রোক বা হার্ট ফেইলিওরের মতো হার্ট ডিজিজ থেকে রক্ষা পেতে রোজ কফি পান করুন।

দীর্ঘ জীবন

যদিও বা এখনও প্রমাণিত নয়, তবুও গবেষণা অনুযায়ী কফি আপনাকে দীর্ঘ জীবন পেতে সাহায্য় করে।

প্রাণবন্ত

ফিজিক্যাল পারফরমেন্স ঠিক রাখতে রোজ কফি পান করতেই পারেন।

VIEW ALL

Read Next Story