হলুদ

ত্বককে সুস্থ ও ঔজ্জ্বল্যপূর্ণ রাখতে প্রাকৃতিক সম্পদের কোনও জুড়ি নেই। এক মধ্যে রয়েছ হলুদ। ব্যাকটেরিয়া ধ্বংসের ক্ষমতা থাকায় ত্বকের উজ্জ্বল্য বাড়ায়।

মধু

মধুতে থাকে ময়েশ্চারাইজার ও ব্যকটেরিয়া ধ্বংসের ক্ষমতা। মুখে ভালো ভাবে মালিস করছে ভালো ফল পাওয়া যায়।

অলিভ অয়েল

ত্বক অকালে বুড়িয়ে যাওয়া রুখতে এটি অত্যন্ত ভালো অ্যান্টি অক্সিড্যান্ট। অলিভ অয়েল স্কিন ড্যামেজে রোধ করে।

অরেঞ্জ জুস

অরেঞ্জ খাওয়ার পাশাপাশ এর খোস লোলাপজলের সঙ্গে পেস্ট করে মাখলে স্কিনের উজ্জবলতা বাড়ে।

দুধ

ত্বকে টাইরোসাইনের মাত্রা নিয়ন্ত্রণ করে দুধ। ত্বকে উজ্জ্বল রাখতে সাহায্য করে।

বেসন

মুখে বেসন মাখলে তা ত্বক থেকে মরা কোষ তুলে ফেলতে সাহায্য করে।

শসা

শুকনো ত্বক, মুখে কালো দাগ দূর করতে শসা খুবই উপকারি। ত্বকে পিএইচ লেভেল ঠিক রাখতে সাহায্য় করে।

পেঁপে

পেঁপে বেটে মাখলে ত্বকের পুষ্টি হয়। ত্বকের উজ্জ্বলতা বাড়ে।

অ্যালোভেরা

ত্বকে ব্যবহার করলে ত্বককে ময়েশ্চারাইজ করে রাখে, ত্বকের ইলাস্টিসিটি বাড়ায়। ত্বকে ভাঁজ পড়তে দেয় না।

VIEW ALL

Read Next Story