বিদেশের খোঁজে

জেনে নিন, ভিসা ছাড়াও আপনি পৃথিবীর কোন ৯টি জায়গা ঘুরে দেখতে পারেন...

Soumitra Sen
Oct 07,2023

মালদ্বীপ

ভিন্ন সংস্কৃতি, সুন্দর সমুদ্র সৈকত, বিস্তৃত এলাকার এই জায়গায় গেলে আপনার মন ভালো হয়ে যাবে, মনে হবে সেখানেই সারা জীবনের জন্য থেকে যেতে।

নিউই আইল্যান্ড

প্রশান্ত মহাসাগরের অন্যান্য দ্বীপের তুলনায়, এই দ্বীপ একটু আলাদা। এখানের সৈকতে বালির বদলে আপনি পাবেন চুনাপাথরের পাহাড় ঘেরা সমুদ্র সৈকত।

জামাইকা

জামাইকা বিখ্যাত এখানের সমুদ্র সৈকত, ঝরনা, উপহ্রদ ইত্যাদির জন্য। তার ওপর আপনি এখানে পাবেন বিভিন্ন ধরণের কফি, যা পৃথিবীর অনেক জায়গাতেই হয়তো আপনি পাবেন না।

কুক আইল্যান্ড

প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই দ্বীপ, ১৫টি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত। কাছে দূরের সমস্ত মানুষই এই জায়গা খুবই পছন্দ করে।

মাইক্রোনেশিয়া

২১০০ -রও বেশী দ্বীপ নিয়ে এই জায়গা গঠিত। এখানের সামুদ্রিক জীবনের জন্যই এই জায়গা বিশেষ ভাবে বিখ্যাত।

গ্রেনাদা

সুন্দর ঝরনা, সবুজ বোটানিকাল গার্ডেন, রেনফরেস্ট ইত্য়াদির জন্য বিখ্য়াত এই দ্বীপ। এই জায়গায় বিশেষ ভাবে আপনার ভালো লাগবে, এখানকার স্থানীয়দের ব্যবহারের জন্য।

মরিশাস

দক্ষিণ ভারতীয় মহাসাগরের এই অঞ্চল আপনার ভালো লাগবে এখানের অপূর্ব সুন্দর আবহাওয়ার জন্য।

ফিজি

একটা জায়গায় ঘুরতে গিয়ে আপনি ঠিক যা যা খুঁজছেন সবই পাবেন এখানে। তার ওপর উপরি পাওনা, এখানের সমুদ্রের উষ্ণ জল।

বারবাডোজ

ভারতীয় নাগরিকদের, এই জায়গায় ঘুরতে যাওয়ার জন্য লাগে না ভিসা। দ্বীপে ঘুরতে যেতে চাইলে, এই জায়গা আপনাদের জন্য উপযুক্ত।

VIEW ALL

Read Next Story