উপবাস হোক কিম্বা রোজা, আখেরে লাভ আপনারই! গবেষণায় উঠে আসছে সেই তথ্যই...

Rajat Mondal
Mar 27,2025

উপোষ করে লাভ

রোজা রাখছেন কিম্বা উপোষ করেছেন তাই খেতে পারছেন না কিছুই!

ডিহাইড্রেশন

এদিকে দিনদিন গরম বাড়ছে তেড়েফুঁড়ে ফলে শরীরে ডিহাইড্রেশনও হচ্ছে।

রোজা কিম্বা উপোষ

এসবের পরেও জানেন কি এই রোজা রেখে কিম্বা উপোষ করেই উপকৃত হচ্ছেন অনেকেই।

উপকৃত হবেন সকলেই

শুধু রোজা না যে কোনও পূজার্চনার সময় আমাদের উপোষ করতে হয় এতেই উপকৃত হবেন সকলেই।

অটোফেজি প্রক্রিয়া

অটোফেজি প্রক্রিয়ার মাধ্যমে উপকৃত হবেন উপোষ করা সকলেই।

গ্রিক শব্দ

অটোফেজি শব্দটি এসেছে গ্রিক শব্দ অটো ও ফাজেইন থেকে।

আত্ম ভক্ষণ

অটোফজির বাংলায় এর অর্থ হচ্ছে আত্ম ভক্ষণ বা নিজেকে খেয়ে ফেলা।

খুবই উপকারী

অটোফজি শব্দটি শুনতে ভয়ংকর হলেও এটি শরীরের জন্য খুবই উপকারী।

রিসাইকেল করে

শরীরের ভেতরের নংরা কোষগুলিকে রিসাইকেলের দ্বারা পরিষ্কার করে।

নানান রোগের সৃষ্টি

শরীরে ত্রিমাত্রিক প্রক্রিয়ার দ্বারা প্রটিন তৈরি হয়। এই প্রটিনের ফলে শরীরে নানান রোগের সৃষ্টি হয়।

ক্যানসারের কোষকে নষ্ট করে

গবেষণায় দেখা গেছে ৩০% প্রটিন সঠিকভাবে সংশ্লেষ হতে পারে না। অটোফাজের মাধ্যমে শরীরের এই ক্ষতিকারক পদার্থ ধ্বংষ হয়ে ক্যানসারের কোষকে নষ্ট করতে সাহায্য করে।

অটোফেজি না ঘটলে কী হবে?

শরীরে যদি অটোফেজি না ঘটে তাহলে ক্যানসার এবং আরও নানান রোগ সৃষ্টি হতে পারে।

নোবেল পান

জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি ওহশোমির এই গবেষণা নোবেল পুরষ্কার পেয়েছেন।

গবেষণা

গবেষণায় দেখা গেছে শুধু রোগ প্রতিরোধ নয়, অটোফেজি যৌবন ধরে রাখতেও সাহায্য করে। (Disclaimer: প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হচ্ছে, কোনও সুপারিশ করা হচ্ছে না।)

VIEW ALL

Read Next Story