বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে গোল্ডেন দুধ, জেনে নিন এর উপকারীতা...

Rajat Mondal
Jan 03,2025

ভারতের ঐতিহ্যবাহী পানীয়

গোল্ডেন দুধ বা হলুদ দুধ হল ভারতের ঐতিহ্যবাহী পানীয় হিসেবে পরিচিত।

ভারতে ঔষধি

প্রায় ৪৫০০ বছর আগে ভারতে ঔষধি হিসাবে ব্যবহৃত হত হলুদ।

হিন্দু ধর্মের রীতিনীতি

হলুদ শুধুমাত্র ভারতে ঔষধি হিসেবেই ব্যবহৃত হয়না হিন্দু ধর্মের রীতিনীতিতেও এর বিরাট মাহাত্ম্য রয়েছে।

অ্যান্টিঅক্সিডেন্ট

গোল্ডেন দুধে রয়েছে সঠিক মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটারি যৌগ।


এই পানীয়টি নিয়মিত পান শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।

ঘরোয়া উপকরণ

খুব সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন এই স্বাস্থ্যকর পানীয়টি।

উপকরণ

উপকরণগুলি হল হলুদ, দুধ, মধু, এলাচ গুঁড়া।

কিভাবে বানাবেন

৪ কাপ দুধের সঙ্গে ১ চামচ হলুদ গুঁড়া ২-৩ চামচ মধু ও ২টি এলাচ গুঁড়া করে ভালোভাবে মিশিয়ে নিন।


এছাড়াও হলুদ দুধের সঙ্গে দারুচিনি ও আদা মিশিয়ে নিতে পারেন।


হলুদের সাথে মিশ্রিত দুধ আপনাকে সর্দি, কাশি সহ মস্তিষ্কের বিকাশেও সাহায্য করে।

VIEW ALL

Read Next Story