তাঁর 'ফেইথ রিনিউড'ও বিশিষ্ট এক রচনা, যদিও সারা বিশ্ব তাঁকে 'ইন্ডিয়ান ফিলোজফি'র রচয়িতা হিসেবেই জানে।
এছাড়াও লিখেছেন 'রিলিজিয়ন সায়েন্স অ্যান্ড কালচার', 'লিভিং উইথ আ পারপাসে'র মতো বই।
ড. সর্বপল্লির তেমনই এক অসাধারণ বই-- 'ইস্টার্ন রিলিজিয়নস অ্যান্ড ওয়েস্টার্ন থট'।
ভারতকে জানতে-চিনতে-বুঝতে তাঁর লেখা আজও অপরিহার্য।
সারাজীবন ভারতীয় সংস্কৃতি ধর্ম ও অধ্যাত্মবাদ নিয়ে লেখালেখি করে গিয়েছেন ড. সর্বপল্লি রাধাকৃষ্ণণ।