সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণির (9,10, 11,12) পাঠ্যক্রম ঘোষণা করেছে।
সিলেবাসটি দেখতে ক্লিক করতে পারেন cbseacademic.nic.in ওয়েবসাইটে।
ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক (NCF) ২০২৩-এর সুপারিশ অনুসারে স্কুলগুলিকে শিক্ষাকে বাস্তবায়িত করার পরামর্শ দিয়েছে।
স্কুলগুলি শিক্ষাকে আরও অর্থবহ করার জন্য প্রোজেক্ট-ভিত্তিক শিক্ষা, রিসার্চ পদ্ধতিতে শিক্ষা এবং প্রযুক্তির উপর ভিত্তি করে শিক্ষার উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে।
২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য সিবিএসই-র দশম শ্রেণির পাঠ্যক্রমে উল্লেখ করা হয়েছে ৯ পয়েন্ট গ্রেডিং সিস্টেমের কথা।
প্রতিটি বিষয়ের জন্য বোর্ড পরীক্ষা হবে ৮০ নম্বরের।
বাকি ২০ নম্বর করে থাকবে শিক্ষার্থীদের আভ্যন্তরীণ মূল্যায়নের জন্য।
এতে পাশ করতে গেলে ছাত্র-ছাত্রীদের প্রতিটি বিষয়ে ন্যূনতম ৩৩ শতাংশ নম্বর পেতে হবে।
কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইনফরমেশন টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো স্কিল ভিত্তিক বিষয়গুলির মধ্যে থেকে যে কোনও একটি বেছে নিতে পারবেন পড়ুয়ারা।
নবম ও দশম শ্রেণির জন্য ছাত্র-ছাত্রীদের ইংরেজি অথবা হিন্দি যে কোনও একটি ভাষা বেছে নিতে হবে।
পড়ুয়ারা পরীক্ষায় যদি কোনও বিষয়ে ফেল করেন এবং স্কিল ভিত্তিক বিষয়ে পাশ করেন, তাহলে ফলাফল মূল্যায়নের সময় স্কিল ভিত্তিক বিষয়ের মার্কসটি নেওয়া হবে।
২০২৬ সালে যারা দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা দেবেন, তাদেরকেও ৯ পয়েন্টের গ্রেডিং সিস্টেমে মূল্যায়ন করা হবে।
চারটি নতুন স্কিল ইলেক্টিভ বিষয় যুক্ত হয়েছে দ্বাদশের পাঠ্যক্রমে। সেগুলি হল- ল্যান্ড ট্রান্সপোর্টেশন অ্যাসোসিয়েট, ইলেক্ট্রনিক্স অ্যান্ড হার্ডওয়্যার, ফিজিক্যাল অ্যাক্টিভিটি ট্রেনার, ডিজাইন থিঙ্কিং, ইনোভেশন।
ইনফরমেটিক্স প্র্যাক্টিসেস, কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশন টেকনোলজি এই তিনটি বিষয়ের ক্ষেত্রে যে কোনও একটি বিষয় বেছে নিতে পারবেন পড়ুয়ারা।