এসেছে ডিসেম্বর! পুরনো হেয়ার কাট বিদায় দিয়ে নিউ ইয়ারে পান নতুন সাজ...

Rajat Mondal
Dec 09,2024

বক্স বব হেয়ারকাট

যাঁদের ছোটো চুল পছন্দ তারা এই হেয়ারকাট করতে পারেন।

ব্লান্ড এন্ড হেয়ারকাট

জট ধরা চুলের সমাধান এই হেয়ারকাট।

কার্টেন হেয়ারকাট

ক্লাসিক লুক পছন্দ করেন তাহলে এই হেয়ারকাট করতে পারেন।

সাইড ব্যাগস

মুখের আকৃতি গোল হলে বেশ মানানসই হবে সাইড ব্যাগস। চুলের এই ছাঁটে মুখের আকৃতির বিশাল কোনও পরিবর্তন হয় না।

লম্বা লেয়ার

যাঁদের চুল একেবারে সোজা, তাঁদের মুখে বেশ মানানসই লম্বা লেয়ার। চুল ঘন হলে বেশি ভাল দেখায়, তবে পাতলা চুলেও মানানসই। কিন্তু চুল কোঁচকানো হলে এই ছাঁট বিশেষ কিছুই বোঝা যায় না।

ফেস ফ্রেমিং লেয়ার

যাঁদের চুল বেশ লম্বা, তাঁরা চুল কাটার আগে স্বাভাবিক ভাবেই দু’বার ভাবেন। তবে চুলের এই ছাঁটের ক্ষেত্রে মুখের সামনের দিকের চুল কাটা হয়। পিছন দিকের চুল লম্বাই থাকে।

দ্য লব

চুলের এই ছাঁটটি সব ধরনের মুখের সঙ্গে মানানসই হয়। লব কাটিং বিভিন্ন প্রকারের হতে পারে। তবে চুলের ঘনত্ব অনুযায়ী বেছে নিতে হবে কোনটি আপনাকে মানাবে।

লেয়ার্ড বব

চুল কয়েকটি ভাগে কাটা হয়।ধাপে ধাপে নেমে আসে লেয়ার্ড বব।এই ছাঁটে চেহারায় একটি ক্লাসিকাল ছাপ আসে। চুলও ঘন দেখায়।

পাওয়ার বব

নব্বইয়ের দশকে এই ধরনের চুলের ছাঁট বেশি প্রচলিত ছিল।এখন আবার এইরকম চুলের ছাঁট ফিরে আসছে। পাওয়ার বব কাটলে চেহারায় একটি আত্মবিশ্বাসী ছাপ পড়ে।

VIEW ALL

Read Next Story