দশে ১০০!

পুণ্য তিথি!

দশহরা এক পুণ্য তিথি। গঙ্গাকে কেন্দ্রে করে এই তিথির সমস্ত তাৎপর্য আবর্তিত।

গঙ্গাবতরণ

মনে করা হয়, এদিন গঙ্গাবতরণ ঘটেছিল। যদিও অন্য মতে, মনে করা হয়, অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গার মর্ত্যে অবতরণ ঘটেছিল।

পাপমুক্তি

এদিন গঙ্গা স্নান করে দশ প্রদীপ, দশ ফল ও দশ ফুল দিয়ে গঙ্গাপূজা করলে দশ পাপ থেকে মুক্তি মেলে। এদিন গঙ্গাদেবী সমস্ত কর্মফল হরণ করে মুক্তিফল প্রদান করেন।

বিষ্ণুপূজা

এই তিথিতে বিষ্ণুপূজা করে ফলদান করলে বহুজন্মের পাপ ধুয়ে মুছে যায়।

শিবের আশিস

এদিন শিবলিঙ্গকে গঙ্গাজল দিয়ে অভিষেক করলে শিব প্রসন্ন হন, ভক্তের মনোবাসনা পূর্ণ করেন, মেলে তাঁর আশীর্বাদ।

যোগাযোগ

এ হেন এক পুণ্য দিনে এবার তৈরি হয়েছে নানা যোগ।

চতুর্যোগ

হস্তনক্ষত্র যোগ, স্বার্থসিদ্ধি যোগ, অমৃত যোগ, রবি যোগ-- এমন চার যোগের যোগাযোগ ঘটেছে এবার।

অতি বিরল

যা অতি বিরল! কেননা, ১০০ বছর পরে এবার তৈরি হয়েছে এই বিশেষ যোগ।

গঙ্গাদশমী

জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিকে গঙ্গাদশমী হিসেবে পালন করা হয়।

VIEW ALL

Read Next Story