মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় খাবার নাড়ু, পুজোর সময় নারকেল নাড়ু রাখলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে উঠবে।
এছাড়াও খই এবং গুড় দিয়ে বানানো খইয়ের মোয়া রাখুন ভোগে।
জানেন কী আমাদের বাঙালীদের মতো লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় খাবার লুচি। তাই ভোগে লুচি রাখলে মা বিশেষভাবে সন্তুষ্ট হন।
শুধু লুচি দিলে হবে না, লুচির সঙ্গে সুজিও দিতে হবে। সুজির হালুয়াও মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় খাবার।
মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় খাবার খিচুড়ি। তাই অনেকেই ভোগেতে খিচুড়ি দেন।
শুধু খিচুড়ি নয়, খিচুড়ির সঙ্গে লাবড়া মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় খাবার।
মা লক্ষ্মীর পছন্দের একটি ভোগ।
মা লক্ষ্মীকে ক্ষীর দিলে মা অত্যন্ত সন্তুষ্ট হন।
মা লক্ষ্মীকে শুধু লুচি আর খিচুড়ি দিলে হবে না, তাঁকে পাঁচ রকমের ভাজা দিলেও তিনি অত্যন্ত সন্তুষ্ট হন।
মিষ্টি দই মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় খাবার। বিশেষ করে কোজাগরী লক্ষ্মীপূজায় মিষ্টি দই দেওয়া হয়।
মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় খাবার হল ফল, তাই পুজোতে পাঁচ রকমের ফল দেওয়া হয়। (Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)