ব্রণ সারাতে নিমের থেকে ভালো কিছু হয় না। তাই নিম পাতা বেটে লাগাতেই পারেন ব্রণর জায়গায়।
ইমিউনিটি সিস্টেম ভালো রাখতে সাহায্য করে নিম। তাই সপ্তাহে একবার খেতেই পারে নিম পাতা।
গ্যাসট্রিকের সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে নিম পাতা। তাই নিয়মিত খান নিম পাতা।
ক্ষত সারাতে নিম পাতার রস অ্যান্টিসেপটিক হিসেবে ব্য়বহার করতেই পারেন।
খুসকির সমস্যায় ভুগছেন? সেই সমস্যারও সমাধান করে নিম পাতা। চানের পর মাথায় নিম পাতা বাটা লাগান।
নিমের পাতা থেকে পাওয়া যাওয়া তেল গাটের ব্যথা কমাতে এবং আর্থারাইটিসের সমস্যা কমাতে সাহায্য করে।
মশার কামড়ের হাত থেকে বাঁচতে ঘরে রাখুন কয়েকটি নিমের পাতা। শুধুমাত্র মশা না যেকোনও পোকাই আর আসবে না আপনার ঘরে।
ত্বকের মৃত কোষ সরিয়ে, ত্বক মসৃণ করতে সাহায্য করে এই পাতা।
নিম পাতা দেহকে বাইরে এবং ভেতর দুদিক থেকেই পরিস্কার রাখে। কিডনি এবং লিভার থেকে টক্সিন বেড় করে, দেহের এই অংশগুলি ভালো রাখতে সাহায্য করে।