কাশ্মীর উপত্যকায় ভারতীয় রেলে চালু করল ভিস্তাডোম ট্রেন।
লেফটেন্যান্ট গর্ভনর মনোজ সিনহা ১৯ অক্টোবর শ্রীনগর রেলওয়ে স্টেশন থেকে কাশ্মীর উপত্যকায় ভিস্তাডোম কোচের উদ্বোধন করলেন।
প্রতি মরশুমেই চলবে এই গ্লাস সিলিং এসি ট্রেন। এবং তার সঙ্গে দেখা যাবে সুন্দর প্রাকৃতিক দৃশ্য।
রিপোর্ট অনুযায়ী, কাশ্মীর উপত্যকায় সপ্তাহে ৬ দিন চলবে এই ট্রেন।
এই ট্রেনের রুট হবে বদগাম থেকে বানিহাল পর্যন্ত ৯০ কিলোমিটার।
ভিস্তাডোমে ডবল-ওয়াইড রিক্লাইনিং সিট বসানো হয়েছে। যা ৩৬০ ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে।
এই ট্রেনটি অত্যাধুনিক হওয়ায় পর্যটকদের উপভোগ করার দুর্দান্ত অভিজ্ঞতা দেবে।
এই ট্রেনে ভ্রমণকারী পর্যটকরা উপত্যকার প্রাকৃতিক সৌন্দর্যকে আরও কাছ থেকে উপভোগ করতে পারবেন।
গত বছরে কাশ্মীরে পর্যটন বহুগুণ বেড়েছে। এবং আশা করা যাচ্ছে যে, এই বছরেও কাশ্মীরে পর্যটকের সংখ্যা আরও বৃদ্ধি পাবে।