ভিস্তাডোম ট্রেন

কাশ্মীর উপত্যকায় ভারতীয় রেলে চালু করল ভিস্তাডোম ট্রেন।

Anustup Roy Barman
Oct 20,2023

উদ্বোধন

লেফটেন্যান্ট গর্ভনর মনোজ সিনহা ১৯ অক্টোবর শ্রীনগর রেলওয়ে স্টেশন থেকে কাশ্মীর উপত্যকায় ভিস্তাডোম কোচের উদ্বোধন করলেন।

গ্লাস সিলিং এসি ট্রেন

প্রতি মরশুমেই চলবে এই গ্লাস সিলিং এসি ট্রেন। এবং তার সঙ্গে দেখা যাবে সুন্দর প্রাকৃতিক দৃশ্য।

৬দিন ধরে চলবে

রিপোর্ট অনুযায়ী, কাশ্মীর উপত্যকায় সপ্তাহে ৬ দিন চলবে এই ট্রেন।

৯০ কিমি ট্র্যাক

এই ট্রেনের রুট হবে বদগাম থেকে বানিহাল পর্যন্ত ৯০ কিলোমিটার।

৩৬০ ডিগ্রি ঘুরবে ট্রেনের সিট

ভিস্তাডোমে ডবল-ওয়াইড রিক্লাইনিং সিট বসানো হয়েছে। যা ৩৬০ ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে।

পর্যটকদের অভিজ্ঞতা

এই ট্রেনটি অত্যাধুনিক হওয়ায় পর্যটকদের উপভোগ করার দুর্দান্ত অভিজ্ঞতা দেবে।

কাশ্মীরের সৌন্দর্য

এই ট্রেনে ভ্রমণকারী পর্যটকরা উপত্যকার প্রাকৃতিক সৌন্দর্যকে আরও কাছ থেকে উপভোগ করতে পারবেন।

পর্যটন বৃদ্ধি

গত বছরে কাশ্মীরে পর্যটন বহুগুণ বেড়েছে। এবং আশা করা যাচ্ছে যে, এই বছরেও কাশ্মীরে পর্যটকের সংখ্যা আরও বৃদ্ধি পাবে।

VIEW ALL

Read Next Story