ইনস্টাগ্রাম এখন সারা বিশ্বে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তায় শিখরে। ভারতেও এই প্ল্যাটফর্মটি সকলের কাছে প্রিয় হয়ে উঠেছে।
ফোর্বস অনুসারে ইনস্টাগ্রামে বিশ্বব্যাপী ২ বিলিয়ন মানুষের অ্যাকাউন্ট রয়েছে। তার মধ্যে প্রায় ৫০০ মিলিয়ন ভারতীয়রা রয়েছে।
বর্তমানে, মুম্বই-ভিত্তিক ট্রাভেল সংস্থা ইন্ডিয়া সামডে ভারতের শীর্ষ 'ইনস্টাগ্রামবল' টুরিস্ট স্পটের একটি তালিকা প্রকাশ করেছে।
তালিকাটি প্রতি একর হ্যাশট্যাগের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
ইনস্টাগ্রামে ৭ লক্ষ হ্যাশট্যাগ আছে গেটওয়ে অফ ইন্ডিয়ার। ফলত এটি তালিকার একেবারে শীর্ষে আছে। এর পরেই ৩ লক্ষ ৫৯ হাজার হ্যাশট্যাগের সঙ্গে আছে দিল্লির জামা মসজিদ।
তিন নম্বরে রয়েছে পিঙ্ক সিটি জয়পুরের হাওয়া মহল। এটি ২,৬১,৩২৬ হ্যাশট্যাগ পেয়েছে। এছাড়াও এখানে আরেকটি আকর্ষণ পত্রিকা গেট, যা ১,৮৬,৬৬৭ হ্যাশট্যাগ পেয়েছে।
তালিকার ৫ নম্বরে রয়েছে স্বর্ণ মন্দির, যা ৭৫ হাজার হ্যাশট্যাগ পেয়েছে।
আগ্রার তাজমহল ৬১,৯০৫ হ্যাশট্যাগ নিয়ে তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে।
উদয়পুরের সিটি প্যালেস ৫০,৬০০ হ্যাশট্যাগ নিয়ে ৭ নম্বর স্থান অধিকার করেছে। তারপরেই তালিকায় নাহারগড় ফোর্ট।
৯ নম্বর স্থানে রয়েছে কুতুব মিনার, যা প্রায় ২৭,১৫১ হ্যাশট্যাগ পেয়েছে। এছাড়াও এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।
তালিকার ১০ নম্বরে আছে সাঁচি স্তূপ। এটি ২৩,৮৫৭ হ্যাশট্যাগ পেয়েছে।