বর্ষার কেরালা

বর্ষার অপূর্ব হয়ে ওঠে কেরালা। আলেপ্পি থেকে মুন্নার অন্য রূপ নেয় এই বর্ষায়। তবে এখন কেরালায় বেড়েত গেলে এইসব জিনিসগুলি মাথায় রাখা জরুরি।

Sekender Abu Zafar
May 27,2024

বৃষ্টি

আবহাওয়ার কথা মাথায় রাখতে হবে। তৈরি থাকতে হবে বৃষ্টির জন্য।

যাতায়াত

যাতায়াতের জন্য লাইসেন্স ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করুন। লজঝড়ে গাড়ি নেবেন না।

ওয়াটার ফ্রুফ

হালকা পোশাক সঙ্গে নিন। সঙ্গে রাখুন ওয়াটার প্রুফ, ছাতা, ওয়াটারপ্রুফ জুতো, ওয়াটার প্রুফ ব্যাগকভার।

খোঁজখবর

ল্যান্ডস্লাইড, টুরিস্ট স্পট বন্ধ হওয়ার সময়, যে এলাকায় যাচ্ছেন সেখানকার খোঁজখবর নিয়ে রাখুন আগেভাগেই।

সময় নিয়ে প্ল্যান করুন

হাতে সময় নিয়েই বের হন। ধরে নিন আপনার সময়ে মতো স্পট ভিজিট শেষ করতে পারেবন না।

চেনা রাস্তা ব্যবহার

ওয়াটার ফলস, জঙ্গল ও হিল সাইডে ভিজিটের সময় চেনা রাস্তা ব্যবহার করুন। বর্যার সময় রেস্টিকটেড এলাকায় যাবেন না।

জলাশয়

যে কোনও জলাশয় ভ্রমণের সময়ে সতর্ক থাকুন। বর্যার সময়ে দ্রুত জলস্তর বেড়ে যেতে পারে।

এমারেন্সিজ কনট্যাক্ট

হাতের কাছে রাখুন কিছু এমারজেন্সি কনট্যাক্ট। হোটেল, ট্রান্সপোর্ট কোম্পানির নম্বর নিয়ে রাখুন।

VIEW ALL

Read Next Story