লাল গোলাপ

রোজ ডে-তে লাল গোলাপের জনপ্রিয়তা থাকে সবচেয়ে বেশি। এই লাল রং প্রেম-ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক।

Sekender Abu Zafar
Feb 07,2024

হলুদ গোলাপ

সুখ, বন্ধুত্ব ও আনন্দ উদযাপনের জন্য হলুদ গোলাপ অত্যন্ত আদর্শ।

সাদা গোলাপ

সাদা গোলাপ সম্পর্কের মধ্যে আন্তরিকতা এবং সততার প্রতীক।

কমলা গোলাপ

কমলা গোলাপ সম্পর্কের মধ্যে আবেগ এবং উচ্ছ্বাসের প্রতীক। যেহেতু কমলা লাল এবং হলুদের মিশ্রণ, তাই এ রঙের ফুল দুই সম্পর্কের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে।

গোলাপি গোলাপ

গোলাপি গোলাপ প্রশংসা এবং মাধুর্যকে বোঝায়। এই রঙের গোলাপ প্রশংসা জানাতে বা প্রিয়জনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য আদর্শ করে তোলে।

ল্যাভেন্ডার গোলাপ

এই গোলাপ নিজের প্রিয়জনের জন্য মুগ্ধতা এবং প্রশংসা প্রকাশের অনন্য।

গাঢ় গোলাপি গোলাপ

বন্ধুতের সম্পর্ক প্রকাশের জন্য গাঢ় গোলাপি উপহার দেওয়া হয়।

পিচ গোলাপ

পিচ গোলাপ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশের জন্য পরিচিত।

ক্রিম গোলাপ

কোনো বিশেষ কাজের জন্য ধন্যবাদ দিতে এই রঙের ফুল উপহার দিতে পারেন।

বহু রঙের গোলাপ

একসঙ্গে অনেক রঙের গোলাপ নিজের প্রিয়জনকে দেওয়া খুবই আর্কষণীয়। সেরা বন্ধু ও ভালোবাসার মানুষকে আপনি এই ধরণের গোলাপ দিতে পারেন।

VIEW ALL

Read Next Story