রিজার্ভ ব্য়াংক অফ ইন্ডিয়া ঘোষণা করেছিল যে, ১৯ মে ২০২৩ থেতে ২০০০ টাকার নোটের সারকুলেশন বন্ধ হয়ে যাবে।
আর বি আই ২০০০ টাকা নোটের এক্সচেঞ্জের সময়সীমা ৭ অক্টোম্বর, ২০২৩ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে।
এখানে কিছু পদ্ধতি দেওয়া আছে যা আপনাকে ব্য়াংক থেকে ২০০০ টাকা বদল করতে সাহায্য় করবে।
অ্য়াকাউন্ট এবং নন- অ্য়াকাউন্ট হোল্ডার উভয়ই যেকোনও ব্য়াংকের নিকটতম শাখায় যেতে পারেন। ২০০০টাকা বদল করার 'রিকোয়েস্ট স্লিপ' পূরণ করতে হবে।
'টেন্ডারার'-এর নাম বড় অক্ষরে লিখতে হবে। এবং গ্রহণযোগ্য় আইডির দ্বারা আপনার শনাক্তকরন পূরণ হবে।
২০০০ টাকা বিনিময়ের জন্য় গ্রহণযোগ্য় আইডিগুলি হল আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, পাসপোর্ট, এনআরইজিএ কার্ড এবং পপুলেশন রেজিস্টার।
'ডিনোমিনেশন'-এর কলামে থাকা ২০০০ টাকার অপশনটি পূরণ করতে হবে। যে নোটগুলি বদল করতে চান সেই নোটের নম্বরগুলি লিখতে হবে। এরপর নোটের টোটাল ভ্য়ালু লিখে ফর্মে সই করতে হবে।
একেবারে নোট বদল করার ম্য়াক্সিমাম ভ্য়ালু ২০ হাজার টাকা। বিনিময়ের তারিখ, জায়গার নাম এবং ২০০০ টাকার নোটের সঙ্গে ফর্মটিও জমা করতে হবে।
একজন ইউজারের শেয়ার করা 'রিকোয়েস্ট স্লিপ'। ২০০০ টাকা নোট বদল করার জন্য় এই ফর্মটি পূরণ করতে হবে।