সম্পর্কে একে অপরের প্রতি যদি কৌতূহল হারিয়ে ফেলেন, তাহলে বুঝতে হবে এবার অন্য কিছু ভাবার সময় এসেছে।
আপনি যা-ই করছেন, তাতেই যদি কেউ খিটখিট করে, তাহলে বুঝতে হবে এই সম্পর্কের আয়ু শেষের পথে।
শারীরিক সম্পর্কে অনীহা, সম্পর্কে শিথিলতার অন্যতম উদাহরণ। যৌনতার পাশাপাশি সম্পর্কে স্পর্শ বা কেয়ারিং টাচেরও একটা ভূমিকা থাকে।
ডেট নাইটে যেতে পার্টনার যদি আগ্রহ হারায়, তবে বুঝতে হবে আপানর সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোয় আর আগ্রহ নেই আপনার পার্টনারের
তোমার পার্টনার যদি অনবরত তোমার ফোন কল এড়াতে থাকে, মেসেজের উত্তর না দেয়, ব্যস্ততার কারণ দেখায়, তাহলে বুঝতে হবে সম্পর্কে সবটা ঠিক নেই।