এটি অন্যতম এয়ার পিউরিফায়ার গাছ। ইন্ডোরে লাগালে খুব সুন্দর দেখতে লাগে এবং পরিচর্যাও সামান্য।
বহু জ্যোতিষী এই গাছকে লাকি বলে মনে করেন। এটি দেখতে যেমন সুন্দর হয় তেমন কাজেরও।
ঘর সাজানোর অন্যতম সুন্দর গাছ সঙ্গে এটি প্রাকৃতিক এয়ার পিউরিফায়ারও। যে কোনও মাটিতে এবং যে কোনও ভারতীয় আবহাওয়ায় এই গাছ সহজেই মানিয়ে নিতে পারে।
অন্যতম প্রাকৃতিক এয়ার পিউরিফায়ারও ইন্ডোর প্ল্যান্ট এবং এটি সবথেকে ভালো এয়ার পিউরিফায়ার বলেও মনে করা হয়। কিন্তু এটির আঠা পোষ্য এবং বাচ্চাদের জন্য ক্ষতিকর।
খুব সুন্দর বাহারি গাছ এটি, মন সতেজ রাখে। বায়ুর দূষিত পদার্থ মুক্ত করতে সাহায্য করে এবং এটিকে লাকি বলে মনে করা হয়।
নামের সঙ্গে কাজের দারুন মিল। অনেক বহুজাতিক সংস্থার অফিসে এই গাছ রাখা থাকে। সূর্যের আলোর বিশেষ দরকার নেই। বায়ু পরিশোধিত করে। এছাড়াও অনেকে মনে করেন এই গাছ শান্তির প্রতীক।
নাসার এক গবেষণায় দেখা যায় এই গাছ টলুইন, জাইলিন নামক দূষিত পদার্থ শোষণ করে।
ইন্ডোর প্ল্যান্ট হিসাবে এগলোনোমা অন্যতম পছন্দের তালিকায় আছে। এর রং মনে শান্তি আনে।
এই গাছ কম আলোতেও হয়। মনকে সতেজ করে। পরিচর্যাও করতে হয় নামেমাত্র।
এটি বাতাসকে পরিশুদ্ধি করে। অনেকেই মনে করেন এই গাছ ভাগ্য ফেরায়। অল্প রোদ, আলোতেও এই গাছ জন্ম নিতে পারে।