অনেক ক্ষেত্রেই আমরা প্লেনের টিকিট কাটতে অনেক টাকা নষ্ট করে ফেলি।
তবে সেই বিষয়ে বেশ কিছু জিনিস মাথায় রাখলে সহজেই এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন।
যদি ঘুরতে যাওয়ার কোনও রকম পরিকল্পনা থাকে তাহলে ২-৩ মাস আগে থেকেই প্লেনের টিকিটের দামের দিকে নজর রাখুন।
কোন সময় টিকিটের দাম কমছে, সেই দিকে নজর রাখা দরকারি, বিশেষ করে ছুটির দিন গুলি এড়িয়ে চলাই ভালো।
সপ্তাহের মাঝে বিমান বা প্লেনের টিকিট বেছে নিলে তার দাম অনেকাংশ কম হবে।
পারলে যে সব টিকিট নন-রিফান্ডেবল বা যা ক্যান্সেল করলে টাকা ফেরৎ পাবেন না সেগুলি কিনুন, তা কমে পেতে পারেন।
সোশ্যাল মিডিয়াতে পারলে সমস্ত বিমান কোম্পানি গুলিকে ফলো করুন, তাঁরা কোনও রকম ছাড় দিলে সহজেই জানতে পারবেন।
চেষ্টা করুন কানেক্টিং ফ্লাইটের টিকিট কাটতে, এই বিষয়ে আপনি পুরো তথ্য ইন্টারনেটে সহজেই পেতে পারেন।
কোথায় যাচ্ছেন সেই দিকে নজর রাখলে আপনার টিকিটের দাম কম হতে পারে।
প্রয়োজন ছাড়া দামি জায়গায় ঘুরতে যাওয়া এড়িয়ে চলুন, যে জায়গায় সকলে ঘুরতে যায় না সেরকম জায়গায় গেলে কম খরচায় ঘুরতে পারবেন।