ছোট রাজ্যের ছবি কী

বৃদ্ধির পরিপ্রেক্ষিতে, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডের ছোট রাজ্যগুলি গত ৯ বছরে ফাইল করা আইটিআরে ২০ শতাংশের এরও বেশি বৃদ্ধি নথিভুক্ত করেছে।

Anustup Roy Barman
Aug 18,2023

কত বাড়ল ফাইলিং

সামগ্রিকভাবে, AY22-এর তুলনায় AY23-এ ৬৪ লক্ষ বেশি ITR ফাইল করা হয়েছে।

কত হল ফাইলিং

এর আগে, আয়কর বিভাগ বলেছিল যে মূল্যায়ন বছরের ২০২৩-২৪ এর জন্য রেকর্ড ৬.৭৭ কোটি আয়কর রিটার্ন জমা করা হয়েছিল ৩১ জুলাই পর্যন্ত, যার মধ্যে ৫৩.৬৭ লক্ষ প্রথমবার ফাইলার রয়েছে।

আর কোন রাজ্য রয়েছে তালিকায়?

বাংলার পাশাপাশি সেরার তালিকায় রয়েছে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাট এবং রাজস্থান।

সেরার তালিকায় বাংলা

২০২৩ অর্থবছরে ইনকাম ট্যাক্স জমা করা রাজ্যের হিসেবে সবথেকে বেশি কর দিয়েছে ভারতের মোট ৫টি রাজ্য। এদের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও।

VIEW ALL

Read Next Story