ভ্যালেন্টাইন'স উইক

ফেব্রুয়ারি মাস মানে ভ্যালেন্টাইন'স ডের মাস। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যায় ভালোবাসার এই সপ্তাহ। শুরু দিনই হয় রোজ ডে অর্থাৎ গোলাপ দিবস।

রোজ ডে

ভালোবাসার সঙ্গী হোক আপন কেউ এই দিনে উপহার হিসাবে গোলাপ ফুল দেওয়া হয়। কারণ ভালোবাসার ফুল গোলাপ।

গোলাপ দিবস

রোমান পৌরাণিক কাহিনীতে, গোলাপ রহস্য এবং আবেগের প্রতীক। বিশেষ করে এই ফুল সৌন্দর্য এবং প্রেমের দেবী শুক্রের সঙ্গে সম্পর্কিত।

গোলাপ দিবস

পূর্ব সভ্যতা যেমন এশিয়ান এবং আরবি সংস্কৃতিতে গোলাপের সুগন্ধ এবং সুন্দর রঙের কারণে, এই ফুলকে ভালোবাসার সঙ্গে যুক্ত করেছিল।

গোলাপ দিবস

বিশ্বাস করা হয় যে,রানি ভিক্টোরিয়ার সময়ে লোকেরা ভালোবাসার চিহ্ন হিসাবে গোলাপ দিয়ে একে অপরকে এই ফুল দিত।

গোলাপ দিবস

শুধু তাই নয়, ভিক্টোরিয়ান এবং রোমানরাও গোলাপ দিয়ে তাঁদের ভালবাসা প্রকাশ করতেন।

গোলাপ দিবস

তারপর থেকেই, ৭ ফেব্রুয়ারী রোজ ডে হিসাবে স্বীকৃত হয়েছে। যা গোলাপ দেওয়া এবং গ্রহণ উদযাপনের একটি দিন।

বিশ্ব গোলাপ দিবস

৭ ফেব্রুয়ারি ছাড়াও উদযাপন করা হয় বিশ্ব গোলাপ দিবস। প্রতিবছর ২২ সেপ্টেম্বর পালন করা হয় এই দিনটি।

বিশ্ব গোলাপ দিবস

সারা বিশ্ব জুড়ে ক্যানসার রোগীদের জন্য উৎসর্গ করা হয় দিনটি।

VIEW ALL

Read Next Story