২২ জানুয়ারি উদ্বোধন হবে অযোধ্যার রামমন্দির। অযোধ্যায় গিয়ে রামমন্দিরের পাশাপাশি কী কী দেখেবেন জেনে নিন।
রামমন্দির দেখার পর যেতে পারেন মনি পর্বতের। এখান থেকে অযোধ্যা শহর দেখে আপনার চোখের শান্তি হবে।
ঘুরে দেখতে পারেন সীতা কি রাসোই, অর্থাৎ মা সীতার বিখ্যাত রান্নাঘর। রাম জন্মভূমির ভিতরেই দেখতে পাবেন এই স্থান।
খোলা আকাশের নীচে বসে রামকথা পার্কে উপভোগ করতে পারেন লাইট অ্যান্ড সাউন্ড শো।
অযোধ্যার ঘাট থেকে সুন্দর প্রাকৃতীক সৌন্দর্য্য উপভোগ করতে করতে, সরযূ নদীতে করতে পারেন বোটিং।
তুলসীদাসের জীবন সম্পর্কে জানতে ঘুরে আসতে পারেন এই মিউজিয়াম থেকে।
শান্ত মনে ঘুরে দেখতে পারেন এই মহল। এই মহলের ঐতিহাসিক গুরুত্ব জানলে মুগ্ধ হবেন আপনিও।
বনবাসে থাকাকালীন ভগবান রাম যে গুহায় থেকেছেন, চাক্ষুস করতে পারেন সেই স্থানও।
অযোধ্যায় গেলে ঘুরে দেখতে পারেন ভগবান রামের এই মন্দিরও।
অযোধ্যায় মুঘল ছোঁয়া উপভোগ করতে চাইলে ঘুরে দেখতে পারেন বাহু বেগম কা মকবরা।