ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমী ভারতীয় সেনাবাহিনীতে প্রথম ১৯ জন মহিলা ক্যাডেটকে নিয়ে তাঁদের যাত্রা শুরু করে।
জেনে নিন পাঁচ মহিলা অফিসারের ব্যাপারে, যাঁরা ভারতীয় সেনাবাহিনীর অভিজাত আর্টিলারি ইউনিটে যোগ দিয়ে ইতিহাস তৈরি করেছে।
এবং এই পাঁচ মহিলা সেনা এই বছর ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর লক্ষ্য আরও এগিয়ে নিয়ে গেছে।
কমান্ডার প্রেরণা দেওস্থালী ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা অফিসার। বর্তমানে তিনি আইএনএস চেন্নাইয়ের প্রথম লেফটেন্যান্ট অ্যাব্রড।
আবানি চতুর্বেদী হলেন ভারতীয় বায়ুসেনা বাহিনীর প্রথম মহিলা ফাইটার পাইলট, যিনি এরিয়াল ওয়ারগেম অ্যাব্রডে যোগদান করেছেন।
গ্রুপ ক্যাপ্টেন শালিজা ধামী প্রথম মহিলা এয়ার ফোর্স অফিসার যে ফ্রন্টলাইন কমব্যাট ইউনিটকে কমান্ড করেছেন।
উইঙ্গ কমান্ডার দীপিকা মিশ্র প্রথম মহিলা এয়ার ফোর্স অফিসার যে গ্যালেন্টারি মেডেল পেয়েছেন।
ক্যাপ্টেন শিবা চৌহান প্রথম মহিলা অফিসার যে ভারতের সর্বোচ্চ উচ্চতার ব্যাটেলগ্রাউন্ডে পোস্টিং পেয়েছেন।